September Rain Forecast

সেপ্টেম্বরেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি দেশে! মেঘভাঙা বৃষ্টি আর ভূমিধস নিয়ে মৌসম ভবন সতর্ক করল উত্তরাখণ্ডকে

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, সেপ্টেম্বর মাসে গড় বৃষ্টিপাতের তুলনায় অনেকটাই বেশি বৃষ্টি হবে দেশে। উত্তরাখণ্ডে হড়পা বান এবং ভূমিধস নিয়েও সতর্ক করেছে হাওয়া অফিস।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৫ ১৯:৫১
Share:

উত্তরাখণ্ডে হড়পা বানের পর চলছে উদ্ধারকাজ। — ফাইল চিত্র।

সেপ্টেম্বর মাসেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে দেশের বিস্তীর্ণ অংশে। রবিবার এমনই জানাল ভারতের আবহাওয়া দফতর (আইএমডি)। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, সেপ্টেম্বর মাসে গড় বৃষ্টিপাতের তুলনায় অনেকটাই বেশি বৃষ্টি হবে দেশে। উত্তরাখণ্ডে হড়পা বান এবং ভূমিধস নিয়েও সতর্ক করেছে হাওয়া অফিস।

Advertisement

আইএমডি-র প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, দেশের প্রায় সব এলাকাতেই স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে দেশের বিভিন্ন অংশে। তবে উত্তর-পূর্ব এবং পশ্চিম ভারতের অল্প কিছু এলাকায় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন তিনি। সেপ্টেম্বরে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে দক্ষিণ ভারত এবং উত্তর-পশ্চিম ভারতের কিছু এলাকাতেও।

আইএমডি-র প্রধান জানিয়েছেন, উত্তরাখণ্ড বহু নদীর উৎপত্তিস্থল। তাই অল্প সময়ে অত্যধিক পরিমাণ বৃষ্টির কারণে হড়পা বান এবং ভূমিধস হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। ভারী বৃষ্টির কারণে হরিয়ানা, দিল্লি এবং রাজস্থানে জনজীবন সাময়িক ভাবে ব্যাহত হতে পারে বলে মনে করছে আইএমডি। আবহাওয়া দফতর জানিয়েছে, ছত্তীসগঢ়ে মহানদীর তীরবর্তী এলাকায় সেপ্টেম্বরে ভারী বৃষ্টি হতে পারে।

Advertisement

আগেই আবহাওয়া দফতর জানিয়েছিল, এ বছর স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে দেশে। সেই মতো বর্ষায় দেশের বিভিন্ন প্রান্তেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। বর্ষার প্রায় শেষ লগ্নে, সেপ্টেম্বরেও সেই ধারা বজায় থাকবে বলে জানাল মৌসম ভবন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement