রাষ্ট্রপুঞ্জের এক আলোচনাচক্রে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ। ছবি পিটিআই।
আন্তর্জাতিক অর্থভান্ডারের (আইএমএফ), এশীয় উন্নয়ন ব্যাঙ্ক (এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা এডিবি)-এর মতো সংস্থার থেকে উন্নয়নের নাম করে ঋণ নিয়ে সেই অর্থ সন্ত্রাসবাদে মদত দিতে খরচ করছে পাকিস্তান। বুধবার রাষ্ট্রপুঞ্জে এই অভিযোগ তোলা হয়েছে ভারতের তরফে।
রাষ্ট্রপুঞ্জের এক আলোচনাচক্রে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেন, ‘‘পাকিস্তান সন্ত্রাস ও ধর্মান্ধতায় ডুবে রয়েছে। বেঁচে রয়েছে ঋণের উপর। সেই অর্থের একাংশও ঘুরপথে সন্ত্রাসবাদীদের হাতে যাচ্ছে!’’ পহেলগাঁও হত্যাকাণ্ড এবং অপারেশন সিঁদুরের পরে পাকিস্তানের জন্য সাড়ে আট হাজার কোটির ঋণ মঞ্জুর করেছিল আইএমএফ। তার পর এডিবির তরফে পাকিস্তানের জন্য ছ’হাজার কোটি টাকার (৮০ কোটি ডলার) ঋণ মঞ্জুর করা হয়েছিল। এমন সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ঘটনাচক্রে, পদাধিকার বলে ওই আলোচনাচক্রে সভাপতিত্ব করছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী মহম্মদ ইশাক দার। বর্তমানে তিনিই রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের সভাপতি। হরিশের আগে ইশাক তাঁর বক্তৃতায় কাশ্মীর প্রসঙ্গ তুলে নিশানা করেন নয়াদিল্লিকে। সেই সঙ্গে ভারতের বিরুদ্ধে সিন্ধু চুক্তি নিয়ে আন্তর্জাতিক বিধিভঙ্গের অভিযোগও তোলেন তিনি। বলেন, ‘‘জম্মু ও কাশ্মীর রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের তালিকাভুক্ত সবচেয়ে পুরনো সমস্যাগুলির মধ্যে একটি। এটি আন্তর্জাতিক ভাবে স্বীকৃত বিতর্কিত একটি অঞ্চল, যার চূড়ান্ত নিষ্পত্তি রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাব এবং কাশ্মীরি জনগণের ইচ্ছা অনুসারে করা হবে।’’