India-Pakistan Conflict

পাক সেনাপ্রধানের মন্তব্যের তীব্র বিরোধিতা ভারতের! কাশ্মীর নিয়ে ইসলামাবাদকে বিঁধল দিল্লি

কাশ্মীরকে ইসলামাবাদের ‘গলার শিরা’ বলে মন্তব্য করেছেন পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তাঁর ওই মন্তব্যের পাল্টা আক্রমণ শানিয়েছে ভারতও। বিদেশ মন্ত্রক জানিয়েছে, কাশ্মীরের অবৈধ ভাবে দখল করা ভূখণ্ড খালি করে দেওয়া উচিত পাকিস্তানের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ২১:০৪
Share:

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। —ফাইল চিত্র।

পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের কাশ্মীর-মন্তব্য নিয়ে কড়া প্রতিক্রিয়া জানাল ভারত। বৃহস্পতিবার বিকেলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, কাশ্মীরের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক একটাই। তা হল কাশ্মীরের অবৈধ ভাবে দখল করা ভূখণ্ডকে খালি করে দেওয়া।

Advertisement

বিভিন্ন দেশে কর্মরত পাক রাষ্ট্রদূতদের সম্মেলনে বক্তৃতা করছিলেন জেনারেল মুনির। সেখানে তাঁর বক্তৃতায় উঠে আসে কাশ্মীর প্রসঙ্গও। তিনি বলেন, ‘‘কাশ্মীর হল ইসলামবাদের গলার শিরা। তাই পাকিস্তানিরা কখনও তাকে ভুলতে পারবে না।’’ পাক সেনাপ্রধানের ওই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর। তাঁর পাল্টা বক্তব্য, “বাইরের কিছু কী ভাবে কারও গলার শিরা হতে পারে? এটি (কাশ্মীর) ভারতীয় ভূখণ্ডের অংশ। পাকিস্তানের সঙ্গে এর একমাত্র সম্পর্ক হল, এখানে অবৈধ ভাবে দখল করা অংশ খালি করে দেওয়া।”

জম্মু ও কাশ্মীরে কিছু অংশকে অবৈধ ভাবে দখল করে রাখা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে এর আগেও বার বার সরব হয়েছে ভারত। রাষ্ট্রপুঞ্জেও এই নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন ভারতীয় কূটনীতিকেরা। গত মাসেই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে বক্তৃতার সময়ে ভারতীয় দূত পি হরিশ জানান, জম্মু এবং কাশ্মীর সব সময় ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি জানিয়েছিলেন, পাকিস্তান এখনও জম্মু ও কাশ্মীরের একটি অংশ অবৈধ ভাবে দখল করে রেখেছে। ওই অংশ পাকিস্তান যাতে ছেড়ে দেয়, তা নিয়েও ইসলামাবাদের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি।

Advertisement

আমেরিকা সফরে গিয়ে মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানকে দেওয়া সাক্ষাৎকারেও নয়াদিল্লি-ইসলামাবাদ কূটনৈতিক শীতলতা নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, ভারত সব সময় শান্তি চেয়েছে। কিন্তু পাকিস্তান তার পরিবর্তে ছায়াযুদ্ধ চালিয়ে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement