National news

চিন সীমান্তে জোর বাড়াতে পোখরানে হাউইৎজার কামান পরীক্ষা ভারতের

আমেরিকার কাছ থেকে কেনা ওই দু’টি আলট্রা-লাইট হাউইৎজার কামান ‘এম-৭৭৭এ-টু’র প্রত্যেকটির ওজন ৪ হাজার ২০০ কিলোগ্রাম। এম-১০৭, এম-৭৯৫, ইআরএফবি ও এম৯৮২। এই কামানে ৪ ধরনের গোলা ভরা যায়। গড়ে যাদের পাল্লা ২৫ থেকে ৩০ কিলোমিটারের মধ্যে। তবে কামানের ক্ষমতা বাড়িয়ে সেই পাল্লা ৪০ কিলোমিটারও করা যায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৭ ১৬:০৯
Share:

পোখরানে পরীক্ষা করা হল আমেরিকার কাছ থেকে সদ্য কেনা দু’টি আলট্রা-লাইট হাউইৎজার কামানের। রবিবার।

চিনের সঙ্গে সুদীর্ঘ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে ভারত এ বার দূর পাল্লার আলট্রা-লাইট হাউইৎজার কামান পরীক্ষা করল। রাজস্থানের পোখরানে, রবিবার।

Advertisement

আমেরিকার কাছ থেকে কেনা ওই দু’টি আলট্রা-লাইট হাউইৎজার কামান ‘এম-৭৭৭এ-টু’র প্রত্যেকটির ওজন ৪ হাজার ২০০ কিলোগ্রাম। এম-১০৭, এম-৭৯৫, ইআরএফবি ও এম৯৮২। এই কামানে ৪ ধরনের গোলা ভরা যায়। গড়ে যাদের পাল্লা ২৫ থেকে ৩০ কিলোমিটারের মধ্যে। তবে কামানের ক্ষমতা বাড়িয়ে সেই পাল্লা ৪০ কিলোমিটারও করা যায়।

আটের দশকে সুইডিশ কামান নির্মাতা সংস্থা বফর্সের কাছ থেকে হাউইৎজার কামান কিনেছিল ভারত। তার ৩০ বছর পর এ বার ভারত এই দু’টি আলট্রা-লাইট হাউইৎজার কামান কিনেছে আমেরিকার কাছ থেকে। এই কামানের ক্যালিবার ১৫৫ মিলিমিটার। মিনিটে দু’টি থেকে পাঁচটি গোলা ছুড়তে পারে এই আলট্রা-লাইট হাউইৎজার কামান। চলার সময় তার দৈর্ঘ্য ৩১ ফুটের কিছু বেশি থাকলেও তা যুদ্ধক্ষেত্রে বাড়িয়ে ৩৫ ফুটেরও বেশি করা যায়। ইরাক ও আফগানিস্তানের যুদ্ধে এই কামানের ব্যবহার হয়েছিল। কামানটি ব্যবহৃত হয়েছিল ইরাক ও ইয়েমেনের গৃহযুদ্ধেও। ইয়েমেনে ২০১৫-র আগ্রাসনের সময় এই কামান ব্যবহার করেছিল সৌদি আরবের সেনাবাহিনীও।

Advertisement

আরও পড়ুন- বিশ্বাসঘাতকদের মাথা কেটে নেব, হুমকি তুরস্কের প্রেসিডেন্টের

এমন ১৪৫টি আলট্রা-লাইট হাউইৎজার কামান (এম-৭৭৭ এ-টু) কেনার জন্য গত নভেম্বরে আমেরিকার সঙ্গে একটি চুক্তি হয়েছিল ভারতের। তারই প্রেক্ষিতে এ বছরের মে মাসে ২টি মার্কিন আলট্রা-লাইট হাউইৎজার কামান পেয়েছে ভারত। রবিবার সেই দু’টি কামানের পাল্লা, গতি, গতিপথ ও সক্ষমতা পোখরানে পরীক্ষা করে দেখেছে ভারত। আরও কয়েক বার তা পরখ করা হবে। সেপ্টেম্বর পর্যন্ত।

সেনাবাহিনী সূত্রের খবর, এমন আরও ৩টি কামান ভারতে আসছে ২০১৮-র সেপ্টেম্বরে। তার পর ২০১৯ সালের মার্চ থেকে বাকি ১৪০টি কামান ধাপে ধাপে ভারতে পাঠাবে আমেরিকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন