Social Media

এ বার শিশুদের জন্য সমাজমাধ্যম নিষিদ্ধ করতে চলেছে ভারত, আসক্তি কাটাতে অনলাইন ক্লাস কমানোর ভাবনা

অনলাইন ক্লাস করার জন্য নির্দিষ্ট বয়স নির্ধারণ করার পরামর্শও দেওয়া হয়েছে। ভার্চুয়াল জগতের সঙ্গে সম্পর্ক কেমন হওয়া উচিত সেই সংক্রান্ত শিক্ষা দেওয়ার জন্য বিদ্যালয়গুলিকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ০৩:০০
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

প্রাপ্তবয়স্ক হওয়ার আগে সমাজমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে ডেনমার্ক, অস্ট্রেলিয়া, ফ্রান্স। একই পথে হাঁটছে ইংল্যান্ডও। এ বার ভারতেও শিশুদের সমাজমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হওয়ার ইঙ্গিত। বৃহস্পতিবার সংসদে সরকারের তরফে সমীক্ষা- প্রতিবেদনে জানানো হয়, অনলাইন আসক্তি কমাতে অনলাইন ক্লাস কমানো উচিত।

Advertisement

অনলাইন ক্লাস করার জন্য নির্দিষ্ট বয়স নির্ধারণ করার পরামর্শও দেওয়া হয়েছে। ভার্চুয়াল জগতের সঙ্গে সম্পর্ক কেমন হওয়া উচিত সেই সংক্রান্ত শিক্ষা দেওয়ার জন্য বিদ্যালয়গুলিকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। শিক্ষাদানের ক্ষেত্রে বিকল্প সহজতর সামগ্রী ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

পাশাপাশি, জুয়া ও অনুপোযুক্ত বিজ্ঞাপন সম্পর্কেও সতর্ক করা হয়েছে। সাইবার নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। পরামর্ষ, নির্দিষ্ট স্ক্রিনিং টাইমের। ভার্চুয়াল জগতের বাইরে বিভিন্ন কাজে উৎসাহ জোগানোর পরামর্শও দেওয়া হয়েছে সমীক্ষায়। সেই সঙ্গে বার্তা, অভিভাবক-অভিভাবিকাদের মোবাইল-ল্যাপটপ-কম্পিউটর-ট্যাব যেন শিশুদের ব্যবহারে সহজলভ্য না হয়। নাবালক-নাবালিকাদের অনলাইন আসক্তি ছাড়ানোর জন্য অভিভাবক-অভিভাবিকাদের জন্য কর্মশালা আয়োজনের কথাও বলা হয়েছে।

Advertisement

অনলাইন আসক্তি কমলে যৌনতা, হিংসার মতো আচরণ রোধ সম্ভব বলেও মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement