এনএসজি চেষ্টা জারি

পরমাণু সরবরাহকারী গোষ্ঠী (এনএসজি)-র সদস্য হওয়ার চেষ্টা ভারত ছাড়ছে না। বুধবার সংসদে এ কথা স্পষ্ট করে দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। মূলত চিনের আপত্তিতেই এনএসজি-র সাম্প্রতিক অধিবেশনে ভারতের অন্তর্ভূক্তির বিষয়টি ঝুলে গিয়েছে।

Advertisement
শেষ আপডেট: ২১ জুলাই ২০১৬ ০৩:২৩
Share:

পরমাণু সরবরাহকারী গোষ্ঠী (এনএসজি)-র সদস্য হওয়ার চেষ্টা ভারত ছাড়ছে না। বুধবার সংসদে এ কথা স্পষ্ট করে দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। মূলত চিনের আপত্তিতেই এনএসজি-র সাম্প্রতিক অধিবেশনে ভারতের অন্তর্ভূক্তির বিষয়টি ঝুলে গিয়েছে। তা সত্ত্বেও ভারত আগের মতোই বিষয়টি নিয়ে চিনের সঙ্গে কূটনৈতিক দৌত্য ও দর কষাকষি চালিয়ে যাচ্ছে। লোকসভায় সুষমা দাবি, এই গোষ্ঠীর সদস্যপদ পাওয়ার কাছাকাছি চলে এসেছে ভারত। তাঁর কথায়, ‘‘আগে লোকে বলত এনএসজি-র সদস্যপদ কখনও কি পাবে ভারত? আর আজ সকলে বলছে, কবে সদস্যপদ পাচ্ছে ভারত? এই বদলটাই আমাদের কূটনৈতিক সাফল্য।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন