মার জাতীয় কবাডি মহিলা খেলোয়াড়কে

বার বার প্রশ্ন উঠছে নারী নিরাপত্তা নিয়ে। কিন্তু তাতে লাভের লাভ যে বিশেষ কিছু হচ্ছে না, তা ফের প্রমাণ হল। এ বার ঘটনাস্থল উত্তরপ্রদেশের কানপুর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জুন ২০১৫ ০৩:৩৪
Share:

বার বার প্রশ্ন উঠছে নারী নিরাপত্তা নিয়ে। কিন্তু তাতে লাভের লাভ যে বিশেষ কিছু হচ্ছে না, তা ফের প্রমাণ হল। এ বার ঘটনাস্থল উত্তরপ্রদেশের কানপুর।

Advertisement

জাতীয় কবাডি দলের অন্যতম খেলোয়াড় ডলি সিংহ। গত মাসে দিল্লি থেকে কানপুরে নিজের বাড়ি যান তিনি। তাঁর অভিযোগ, তখন গ্রামের দুই যুবক তাঁকে যৌন হেনস্থার চেষ্টা করে। এর পরেই তিনি অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ডলি জানান, ‘‘এর সপ্তাহখানেক পরে আমার বাড়িতে হামলা হয়। প্রায় ১০-১২ জন মিলে আমায় বেধড়ক মারধর করে। ঘুষি মেরে নাকও ফাটিয়ে দেয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement