Indian Army Operation

জম্মু-কাশ্মীরের সোপিয়ানে দুই লশকর জঙ্গি গ্রেফতার! ধৃতদের কাছ থেকে বিস্ফোরক, স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার

পুলিশ সূত্রে খবর, সোপিয়ানের বাসকুচান ইমাম সাহিব এলাকায় দুই জঙ্গি আত্মগোপনের চেষ্টা করছিল। খবর পাওয়ামাত্রই ওই এলাকায় গিয়ে জঙ্গিদের ঘিরে ফেলা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ১১:৫৪
Share:

ধৃত দুই লশকর জঙ্গি। ছবি: সংগৃহীত।

জম্মু-কাশ্মীরের সোপিয়ান থেকে বৃহস্পতিবার দুই লশকর জঙ্গিকে গ্রেফতার করল যৌথবাহিনী। পহেলগাঁও কাণ্ডের পর থেকেই জম্মু-কাশ্মীর জুড়ে জঙ্গিদমন অভিযান চলছে। সেই অভিযানের মধ্যেই সেনা এবং পুলিশের কাছ খবর আসে, সোপিয়ানে অস্ত্রশস্ত্র-সহ দুই সন্দেহভাজনকে দেখা গিয়েছে। সেই খবর পেয়েই তল্লাশি অভিযানে যায় ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ এবং পুলিশের যৌথবাহিনী।

Advertisement

পুলিশ সূত্রে খবর, সোপিয়ানের বাসকুচান ইমাম সাহিব এলাকায় দুই জঙ্গি আত্মগোপনের চেষ্টা করছিল। খবর পাওয়ামাত্রই ওই এলাকায় গিয়ে জঙ্গিদের ঘিরে ফেলা হয়। বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুই জঙ্গি পালানোর চেষ্টা করছিল। কিন্তু তাদের চার দিক থেকে কোণঠাসা করে ফেলা হয়। শেষমেশ দুই জঙ্গি আত্মসমর্পণ করে। গ্রেফতার করা হয়েছে দু’জনকেই।

পুলিশ জানিয়েছে, ধৃত দুই জঙ্গি লশকরের সদস্য। তাদের কাছ থেকে একে ৫৬ রাইফেল, ম্যাগাজ়িন, প্রচুর কার্তুজ, গ্রেনেড এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে। কোনও নাশকতার ছক কষা হয়েছিল কি না ধৃতদের জেরা করে তা জানার চেষ্টা চলছে।

Advertisement

সপ্তাহ দুয়েক আগেই সোপিয়ানে জঙ্গিদের বিরুদ্ধে ‘কেলার’ অভিযানে নামে। সেই অভিযানে তিন লশকর জঙ্গিকে খতম করেছিল সেনা। তাদের মধ্যে দুজন স্থানীয় জঙ্গি শাহিদ কুট্টে এবং আদনান সফি দার। পহেলাগাঁও কাণ্ডের পর স্থানীয় জঙ্গিদের যে তালিকা তৈরি করেছিল সেনা, সেই তালিকায় এই দুই জঙ্গির নাম ছিল। পহেলগাঁও কাণ্ডের পর এই দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়েও দেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement