Operation Trashi

জম্মু-কাশ্মীরের কিশ্তওয়াড়ে ‘অপারেশন ত্রাশী’! ছত্রুর জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে শুক্রবারেও তল্লাশি জারি সেনার

বৃহস্পতিবার কয়েক জন জঙ্গির উপস্থিতির খবর আসে সেনার কাছে। তার পরই কিশ্তওয়াড়ে জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে নামে সেনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ১২:৪৭
Share:

জঙ্গিদের বিরুদ্ধে সেনা অভিযান। ছবি: সংগৃহীত।

জম্মু-কাশ্মীরের কিশ্তওয়াড়ে শুক্রবারেও জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান জারি রেখেছে সেনা। মনে করা হচ্ছে, ৩-৪ জন জঙ্গি ছত্রুর গভীর জঙ্গলে লুকিয়ে রয়েছে। সেই জঙ্গিদের খোঁজেই সকাল থেকে জঙ্গল ঘিরে অভিযান চালানো হচ্ছে বলে সেনা সূত্রে খবর।

Advertisement

এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ত্রাশী’। বৃহস্পতিবার কয়েক জন জঙ্গির উপস্থিতির খবর আসে সেনার কাছে। তার পরই কিশ্তওয়াড়ে জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে নামে সেনা। ‘দ্য হোয়াইট নাইট কোর’ এক্স হ্যান্ডলে জানায় যে, অভিযান চলাকালীন জঙ্গিরা সেনাকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা জবাব দেয় সেনাও। দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলে বেশ কিছু ক্ষণ। তাতেই দুই জঙ্গি নিহত হয়েছে। মৃত্যু হয়েছে এক জওয়ানেরও।

তবে সেনা সূত্রে জানানো হয়েছে, ছত্রুর জঙ্গলে আরও ৩-৪ জন জঙ্গি লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। সেই জঙ্গির খোঁজেই তল্লাশি চালানো হচ্ছে। এই তল্লাশি অভিযানে রয়েছে সেনার প্যারা কমান্ডো, জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং সিআরপিএফ। শুক্রবার ভোরের আলো ফুটতেই তল্লাশির গতি আরও বাড়ানো হয়েছে বলে সেনা সূত্রে খবর। মনে করা হচ্ছে, জঙ্গিরা দু’টি দলে ভাগ হয়ে গিয়েছে। সূত্রের খবর, ছত্রুর জঙ্গল বেশ দুর্গম। এই জঙ্গলে তল্লাশির পাশাপাশি সিংপোরা এবং বেঘপোরা গ্রামেও তল্লাশি জারি রেখেছে সেনা।

Advertisement

এর আগে শোপিয়ান এবং ত্রালে দু’টি পৃথক অভিযানে ছয় জঙ্গিকে নিকেশ করেছিল সেনা। শোপিয়ান, ত্রালের পর এ বার কিশ্তওয়াড়েও দুই জঙ্গি নিহত হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement