Terrorist Infiltration

অমিত শাহের জম্মু সফরের দিনই নিয়ন্ত্রণরেখায় জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা! রুখল সেনা

সেনা সূত্রে খবর, পাক অধিকৃত কাশ্মীরের দিক থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল জঙ্গিরা। সেই সময়েই পুঞ্চ জেলার বালাকোটে ডাব্বি গ্রামের কাছে জঙ্গিদের আটকে দেন সেনা জওয়ানেরা। জঙ্গিরা সংখ্যায় কত জন ছিল, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৮
Share:

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযান। —ফাইল চিত্র।

জম্মু ও কাশ্মীরের পুঞ্চে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল ভারতীয় সেনা। সোমবার ভোরে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করার চেষ্টা করেন জঙ্গিরা। কিন্তু সন্দেহজনক গতিবিধি দেখা মাত্রই সেখানে মোতায়েন সেনা জওয়ানেরা গুলি চালান। ভারতীয় সেনার ধারাবাহিক গুলিবর্ষণের মুখে পিছু হটে জঙ্গিরা। তাঁরা সেখান থেকে পালানোর চেষ্টা করে। তবে ইতিমধ্যে কেউ নিয়ন্ত্রণরেখা পেরিয়ে এ দেশে প্রবেশ করেছে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে গোটা এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

Advertisement

ঘটনাচক্রে, সোমবারই জম্মুতে পৌঁছেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারী বৃষ্টি এবং হড়পা বানে বিধ্বস্ত জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখতেই জম্মুতে গিয়েছেন তিনি। শাহের জম্মু-সফরের সকালেই নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা চালাল জঙ্গিরা। সেনা সূত্রে খবর, সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। সংবাদ সংস্থা পিটিআইকে সেনার এক আধিকারিক জানান, ভারতীয় সেনা অনুপ্রবেশকারীদের বাধা দিতেই দু’পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়ে যায়।

সেনা সূত্রে খবর, পাক অধিকৃত কাশ্মীরের দিক থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল জঙ্গিরা। সেই সময়েই পুঞ্চ জেলার বালাকোটে ডাব্বি গ্রামের কাছে জঙ্গিদের আটকে দেন জওয়ানেরা। জঙ্গিরা সংখ্যায় কত জন ছিল, তা এখনও স্পষ্ট নয়। তবে সেনার ওই আধিকারিক পিটিআই-কে জানিয়েছেন, ভারতীয় সেনা গুলি চালানো শুরু করলে পিছু হটে জঙ্গিরা। বস্তুত, সোমবারই চিনের তিয়ানজিন শহরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজ়েশন (এসসিও) শীর্ষ সম্মেলনে নাম না-করে পাকিস্তানকে বিঁধেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোনও কোনও দেশ খোলাখুলি সন্ত্রাসবাদকে সমর্থন করছে বলে অভিযোগ তুলেছেন মোদী। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও সেখানে উপস্থিত ছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement