Army Officer

শহিদের বাবাকে সান্ত্বনা সেনা অফিসারের চোখে জল, ছবি ভাইরাল

সেনা অফিসার তাঁর শহিদ সহকর্মীর বাবাকে সান্ত্বনা জানাচ্ছেন। কর্তব্যরত অবস্থায় তাঁর চোখ ছলছল করছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৮ ২০:১১
Share:

এ ভাবেই শহিদ সেনার বাবাকে সান্ত্বনা জানাচ্ছেন সেনা অফিসার। ছবি সোশ্যাল মিডিয়া থেকে।

একজন সেনা অফিসার তাঁর শহিদ সহকর্মীর বাবাকে সান্ত্বনা জানাচ্ছেন। কর্তব্যরত অবস্থায় তাঁর চোখ ছলছল করছে। ছবিটি পোস্ট হয়েছে ভারতীয় সেনাবাহিনীর এডিজি পিআই এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে। সেটি এখন নেট দুনিয়ায় ভাইরাল।

Advertisement

জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলায় ডঙ্গিদের বিরুদ্ধে অপারেশন চালানোর সময় মারা যায় ল্যান্স নাইক নাজির আহমেদ ওয়ানি। কুলগামের বাসিন্দা ৩৮ বছরের ওয়ানি ছিলেন দু’বারের সেনা মেডেল জয়ী। ২০০৪ সালে যোগ দিয়েছিলেন সেনাবাহিনীতে। সীমান্তরক্ষী বাহিনীরজওয়ান হলেও, রবিবার তিনি ছিলেন ৩৪ রাষ্ট্রীয় রাইফেলসের সঙ্গে যৌথ অপারেশনে।

Advertisement

ওয়ানির শেষকৃত্য অনুষ্ঠানে ওই সেনা অফিসার তাঁর বাবাকে সান্ত্বনা জানাচ্ছিলেন। বলছিলেন, ‘‘আপনি একা নন। আমরাও আছি আপনার সঙ্গে।’’ ছবি পোস্ট করার পাশাপাশি সেনাবাহিনীতে অবদান, বীরত্ব ও সাহসিকতার জন্য ওয়ানিকে স্যালুট জানানোও হয়েছে।

আরও পড়ুন: করতারপুর করিডর মানেই আলোচনা নয়, সার্কের আমন্ত্রণ ফিরিয়ে কড়া বার্তা সুষমার

(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদেরদেশবিভাগে ক্লিক করুন।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement