National News

নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনার বিরল তৎপরতা

নিয়ন্ত্রণরেখায় এবং আন্তর্জাতিক সীমান্তে চুপচাপ বসে নেই ভারতীয় বাহিনী। গত ৪৫ দিনে প্রবল আক্রমণাত্মক ভঙ্গিতে জবাব দেওয়া হয়েছে পাকিস্তানের তরফ থেকে আসা প্রতিটি প্ররোচনার। জানা গিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে।  নিয়ন্ত্রণরেখায় এবং আন্তর্জাতিক সীমান্তে ভারত সম্প্রতি যতটা কঠোর অবস্থান নিয়েছে, তা বেশ বিরল বলেও খবর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৫৭
Share:

নিয়ন্ত্রণরেখা বরাবর যে ভাবে তত্পরতা বাড়িয়েছে ভারতীয় বাহিনী, তাতে পাক বাহিনীর সর্বোচ্চ মহলও নড়েচড়ে বসেছে বলে সেনা সূত্রের খবর। গ্রাফিক্স: শৌভিক দেবনাথ।

একের পর এক সন্ত্রাসবাদী হানা জম্মু-কাশ্মীরে। প্রায় রোজ সংঘর্ষ বিরতি লঙ্ঘন নিয়ন্ত্রণরেখায় ও আন্তর্জাতিক সীমান্তে। এই ভাবেই কি চলতে থাকবে? পরিস্থিতি বদলানোর কথা কি আদৌ ভাবছে নয়াদিল্লি? গুঞ্জন শুরু হয়েছিল বিভিন্ন শিবিরে। সরাসরি প্রশ্ন ওঠার সুযোগটা আর দিল না প্রতিরক্ষা মন্ত্রক। ভারতীয় সেনা গত দেড় মাসে ঠিক কী ভাবে ব্যতিব্যস্ত করে তুলেছে পাক বাহিনীকে, সে তথ্য প্রকাশ করা হল মন্ত্রক সূত্রেই।

Advertisement

নিয়ন্ত্রণরেখায় এবং আন্তর্জাতিক সীমান্তে চুপচাপ বসে নেই ভারতীয় বাহিনী। গত ৪৫ দিনে প্রবল আক্রমণাত্মক ভঙ্গিতে জবাব দেওয়া হয়েছে পাকিস্তানের তরফ থেকে আসা প্রতিটি প্ররোচনার। জানা গিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে। নিয়ন্ত্রণরেখায় এবং আন্তর্জাতিক সীমান্তে ভারত সম্প্রতি যতটা কঠোর অবস্থান নিয়েছে, তা বেশ বিরল বলেও খবর।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গত ৪৫ দিনে ভারতীয় বাহিনীর প্রবল গোলা-গুলিতে অন্তত ২০ পাক সৈনিকের মৃত্যু হয়েছে। আর পাক হানায় মৃত্যু হয়েছে ভারতীয় বাহিনীর ১০ জনের।

Advertisement

গত ৪৫ দিনে প্রবল আক্রমণাত্মক ভঙ্গিতে জবাব দেওয়া হয়েছে পাকিস্তানের তরফ থেকে আসা প্রতিটি প্ররোচনার। জানা গিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে। ছবি: পিটিআই।

সেনা সূত্রের খবর, আগে জঙ্গি কার্যকলাপ এবং অনুপ্রবেশের চেষ্টা পিরপাঞ্জলের উত্তর দিকে সীমাবদ্ধ ছিল। এ বার পিরপাঞ্জলের দক্ষিণ অর্থাৎ জম্মুতেও অনুপ্রবেশের চেষ্টা বা়ড়ছে। বাড়ছে নাশকতার ঘটনা। সে কথা মাথায় রেখে উপত্যকা এবং জম্মু— দুই এলাকাতেই তৎপরতা বেশ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে সেনা।

ভারতীয় সেনার এই কঠোর পদক্ষেপে কতটা বিচলিত পাকিস্তান? প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, পাক বাহিনীর সর্বোচ্চ মহলও উদ্বিগ্ন হয়ে পড়েছে পরিস্থিতি নিয়ে। গত ৪৫ দিনে পাক সেনাপ্রধান কমর জাভেদ বাজওয়া নিজে দু’বার নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকা সফর করে গিয়েছেন। আর পাক সেনার ১০ কোরের কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল নাদিম রাজা অন্তত ১৫ বার নিয়ন্ত্রণরেখায় ছুটে আসতে বাধ্য হয়েছেন।

আরও পড়ুন: এ দেশে শিশুরা জন্মেই রাজনীতিক! পড়ুয়াদের সামনে মোদী

আরও পড়ুন: পর্ন সাইটে আসক্ত স্বামী, নিষেধাজ্ঞা চেয়ে সুপ্রিম কোর্টে স্ত্রী

সেনা সূত্রের খবর, নিয়ন্ত্রণরেখার ও পারে বিভিন্ন লঞ্চ প্যাডে এই মুহূর্তে অপেক্ষায় রয়েছে অন্তত ৪০০ জঙ্গি। তারা উপত্যকায় এবং জম্মুতে ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই জঙ্গিদের রুখতে যে কোনও রকম পদক্ষেপ করার স্বাধীনতা দেওয়া হয়েছে সীমান্তে অবস্থানরত বাহিনীকে।

সীমান্তে বা নিয়ন্ত্রণরেখায় পাকিস্তান সংঘর্ষবিরতি লঙ্ঘন করলেই যাতে তৎক্ষণাৎ যোগ্য জবাব দেওয়া হয়, তার নির্দেশও দেওয়া হয়েছে বাহিনীকে। ফলে পাক সীমান্ত চৌকিগুলি লক্ষ্য করে মাঝেমধ্যেই ভারী গোলাবর্ষণ করছে ভারত। কেরান, ঝাঙ্গার-সহ বিভিন্ন সেক্টরে পাক সীমান্ত চৌকি লক্ষ্য করে স্নাইপার হামলাও চালানো হচ্ছে বলে খবর।

পাক বাহিনী এবং পাক মদতপুষ্ট জঙ্গিরা সীমান্তে অশান্তি সৃষ্টি চেষ্টা করলে কী ভাবে জবাব দিচ্ছে ভারত, তার ভিডিও রেকর্ডিংও করা হয়েছে সেনার তরফে। সেই ভিডিও-সহ বিশদ রিপোর্ট সেনার তরফে জমা দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement