Shubhanshu Shukla

আবার পিছোল শুভাংশুদের মহাকাশযাত্রা! এই নিয়ে পঞ্চম বার, মহাকাশযানে প্রযুক্তিগত সমস্যা, জানাল মাস্কের স্পেসএক্স

বুধবার ভারতীয় সময় বিকেলে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (আইএসএস)-এর উদ্দেশে পাড়ি দেওয়ার কথা ছিল ভারতের শুভাংশু শুক্ল-সহ চার মহাকাশচারীর। কিন্তু সেই যাত্রা আপাতত পিছিয়ে দেওয়া হচ্ছে বলে জানাল ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ০৬:৫৪
Share:

(বাঁ দিকে) ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্ল এবং স্পেসএক্সের সেই রকেট (ডান দিকে)। — ফাইল চিত্র।

ভারতের শুভাংশু শুক্ল-সহ চার মহাকাশচারীর মহাকাশযাত্রা আবার পিছোল। এই নিয়ে পঞ্চম বার থমকে গেল তাঁদের যাত্রা। বুধবার ভারতীয় সময় বিকেলে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (আইএসএস)-এর উদ্দেশে পাড়ি দেওয়ার কথা ছিল শুভাংশুদের। ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের তৈরি ‘ড্রাগন’ মহাকাশ যানে চেপে আমেরিকার ফ্লরিডা থেকে যাত্রা শুরুর কথা থাকলেও, এখনই তা হচ্ছে না। স্পেসএক্সের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কেন মহাকাশযাত্রা পিছোতে হচ্ছে, তার কারণ ব্যাখ্যা করেছে মাস্কের সংস্থা।

Advertisement

বুধবার সকালে (ভারতীয় সময়) এক্স হ্যান্ডলে পোস্ট করে শুভাংশুদের মহাকাশযাত্রা পিছোনোর বিষয়টি জানানো হয়। মাস্কের সংস্থার তরফে বলা হয়েছে, এই মহাকাশযাত্রার জন্য যে ফ্যালকন-৯ রকেট ব্যবহার করার কথা, তাতে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। সেই কারণেই আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে শুভাংশুদের যাত্রা আপাতত স্থগিত করা হচ্ছে। উৎক্ষেপণের নতুন তারিখ এখনও কিছু ঠিক হয়নি। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রযুক্তিগত সমস্যা মেটানোর পরেই নতুন তারিখ ঘোষণা করা হবে।

কী সমস্যা দেখা গিয়েছে রকেটে? স্পেসএক্সের তরফে জানানো হয়েছে, উৎক্ষেপণের আগে মহাকাশযানের ‘ফায়ার বুস্টার’ পরিদর্শনের সময় দেখা যায় যে রকেটে ‘এলওএক্স’ লিক করছে। অর্থাৎ রকেটে অক্সিজেন লিক করছে। ফ্যালকন-৯ রকেটের এই সমস্যা নতুন নয়। আগের অভিযানেই অক্সিজেন লিকের সমস্যাটা নজরে আসে। সেই সমস্যার কারণেই এ বারও শুভাংশুদের মহাকাশযাত্রা পিছিয়ে দিতে হল স্পেসএক্সের।

Advertisement

মঙ্গলবার মহাকাশের উদ্দেশে পাড়ি দেওয়ার কথা ছিল ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু ও তাঁর তিন সঙ্গীর। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে পিছিয়ে যায় যাত্রার দিনক্ষণ। বুধবারের যাত্রা নিয়েও সংশয় ছিল। অক্সিজেন লিকের সমস্যা ভাবাচ্ছিল বিজ্ঞানীদের। শেষপর্যন্ত সেই সমস্যার কারণেই পঞ্চম বারের জন্য পিছিয়ে দেওয়া হল শুভ্রাংশুদের মহাকাশযাত্রা।

অ্যাক্সিয়ম-৪ অভিযানে পাইলটের ভূমিকায় রয়েছেন শুভাংশু। রাকেশ শর্মার চার দশক পরে মহাকাশে পাড়ি দেওয়ার কথা কোনও ভারতীয়। অ্যাক্সিয়ম স্পেস নামে আমেরিকার একটি বেসরকারি সংস্থার মহাকাশ অভিযানে ছাড়পত্র দিয়েছে নাসা। সেই অভিযানেই যাওয়ার কথা শুভাংশুদের। ১৪ দিন তাঁরা আইএসএসে থাকবেন, বিভিন্ন পরীক্ষানিরীক্ষা চালাবেন। নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে দলটি এই কাজ করবে। ভবিষ্যতে ইসরোর গগনযান প্রকল্পের অধীনে যে অভিযান হবে, তার ভিত্তিও স্থাপন করবেন শুভাংশু। তবে আপাতত সেই যাত্রা বেশ কয়েক দিনের জন্য পিছিয়ে গেল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement