‘সন্ত্রাসবাদী’ বাদ দিয়ে শুধু ‘জঙ্গি’ লেখা হচ্ছে কেন? ক্ষুব্ধ ভারত সরকার চিঠি দিল বিবিসি-কে। —ফাইল চিত্র।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর বিবিসি-তে প্রকাশিক একটি সংবাদ প্রতিবেদন নিয়ে আপত্তি জানাল ভারত। শুধু তা-ই নয়, ওই প্রতিবেদন নিয়ে আপত্তির কথা জানিয়ে কেন্দ্রের তরফে চিঠি দেওয়া হয়েছে বিবিসি-র ভারতীয় শাখার প্রধান জ্যাকি মার্টিনকে।
সম্প্রতি বিবিসি-র একটি প্রতিবেদনে পহেলগাঁওয়ের ঘটনাকে ‘সন্ত্রাসবাদী’ হামলার পরিবর্তে ‘জঙ্গি’ হামলা বলে উল্লেখ করা হয়। ‘সন্ত্রাসবাদী’র পরিবর্তে ‘জঙ্গি’ শব্দের এই ব্যবহার ভাল ভাবে নেয়নি নয়াদিল্লি। সরকারের একটি সূত্র মারফত জানা গিয়েছে, বিবিসি-র কার্যকলাপের উপর নজর রাখবে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। উল্লেখ্য, পহেলগাঁও হামলা নিয়ে প্রকাশিত প্রতিবেদন নিয়ে একই অভিযোগে ডোনাল্ড ট্রাম্প সরকারের কোপের মুখে পড়েছিল মার্কিন সংবাদপত্র ‘নিউ ইয়র্ক টাইম্স’।
বিবিসি-কে সতর্ক করার পাশাপাশি সোমবার পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক খবর প্রচারের অভিযোগ রয়েছে ওই চ্যানেলগুলির বিরুদ্ধে। এই তালিকায় রয়েছে পাকিস্তানের প্রথম সারির কয়েকটি সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলও। কোপ পড়েছে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলের উপরেও।