National News

হায়দরাবাদে জোড়া বিস্ফোরণে দোষী সাব্যস্ত ইয়াসিন-সহ ৫ মুজাহিদিন

নাশকতা ঘটানোর দায়ে এই প্রথম আদালতে দোষী সাব্যস্ত হল নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন। মঙ্গলবার ওই জঙ্গি গোষ্ঠীর সহ-প্রতিষ্ঠাতা ইয়াসিন ভাটকল-সহ পাঁচ জনকে হায়দরাবাদের দিলসুখনগরের জোড়া বিস্ফোরণের ঘটনায় দায়ী বলে রায় দিল এনআইএ-র বিশেষ আদালত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৬ ১৯:৩১
Share:

ইয়াসিন ভাটকল। ছবি: সংগৃহীত।

নাশকতা ঘটানোর দায়ে এই প্রথম আদালতে দোষী সাব্যস্ত হল নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন। মঙ্গলবার ওই জঙ্গি গোষ্ঠীর সহ-প্রতিষ্ঠাতা ইয়াসিন ভাটকল-সহ পাঁচ জনকে হায়দরাবাদের দিলসুখনগরের জোড়া বিস্ফোরণের ঘটনায় দায়ী বলে রায় দিল এনআইএ-র বিশেষ আদালত।

Advertisement

দিলসুখনগরের বিস্ফোরণে ১৮ জন নিহত ও ১৩০ জন আহত হন। ২০১৩-র অগস্টে ভারত-নেপাল সীমান্তে পুলিশের হাতে ধরা পড়ে ইয়াসিন। যদিও আর এক মুজাহিদিন নেতা রিয়াজ ভাটকল পুলিশের জালে ধরা পড়েনি। দেশের ‘মোস্ট ওয়ান্টেড লিস্ট’-এ রিয়াজের নাম বেশ উপরের দিকেই রয়েছে। ইয়াসিন ছাড়াও উত্তরপ্রদেশের আসাদুল্লাহ আখতার, পাকিস্তানের জিয়া-উর রহমান, বিহারের তহসিন আখতার ও মহারাষ্ট্রের আইয়াজ শেখকে দোষী সাব্যস্ত করেছে আদালত। আগামী সোমবার দোষীদের সাজা ঘোষণা করা হবে।

আরও পড়ুন

Advertisement

এখানেই ২৫ খুন, গর্বিত ঘোষণা ফাঁসির আসামির

দেশের বিভিন্ন প্রান্তে নাশকতা ঘটানোর জন্য বার বার উঠে এসেছে ইয়াসিন ভাটকল তথা ইন্ডিয়ান মুজাহিদিনের নাম। ২০০৬-এ মুম্বইয়ের ট্রেনে, ২০০৮-এ জয়পুর, আমদাবাদ, দিল্লির ধারাবাহিক বিস্ফোরণ, ২০১০-এ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম ও পুণের জার্মান বেকারি বিস্ফোরণ, ২০১১ সালের দিল্লি হাইকোর্ট বিস্ফোরণ, তার পর ২০১৩-র ফেব্রুয়ারিতে হায়দরাবাদের দিলসুখনগরের জোড়া বিস্ফোরণ এবং বুদ্ধগয়ার বিস্ফোরণেও ইয়াসিন তথা ইন্ডিয়ান মুজাহিদিনের নাম উঠে এসেছে। ২০১০ সাল থেকেই এ দেশে ইন্ডিয়ান মুজাহিদিনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement