Indian Railways

নতুন বেঞ্চ, শৌচাগার, ফ্রি ওয়াইফাই, রেল স্টেশনের নয়া রূপ

দেশ জুড়ে প্রায় সমস্ত রেল স্টেশনকে নতুন রূপে সাজিয়ে তুলতে উদ্যোগ নিচ্ছে ভারতীয় রেল। সব স্টেশনে নতুন স্টিলের বেঞ্চ বসানো ছাড়াও থাকছে শৌচাগার তৈরির পরিকল্পনা এবং ফ্রি ওয়াইফাই-এর ব্যবস্থা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ মার্চ ২০১৯ ২০:৪৪
Share:

প্রতীকি ছবি। ছবি: শাটারস্টক

দেশ জুড়ে প্রায় সমস্ত রেল স্টেশনকে নতুন রূপে সাজিয়ে তুলতে উদ্যোগ নিচ্ছে ভারতীয় রেল। সব স্টেশনে নতুন স্টিলের বেঞ্চ বসানো ছাড়াও থাকছে শৌচাগার তৈরির পরিকল্পনা এবং ফ্রি ওয়াইফাই-এর ব্যবস্থা। সম্প্রতি রেলমন্ত্রী পীযূষ গয়াল এ কথা জানিয়েছেন সংবাদ সংস্থা পিটিআইকে।

Advertisement

বিভিন্ন কর্পোরেট সংস্থার সামাজিক দায়বদ্ধতা বা সিএসআরের যে ফান্ড থাকে তা ব্যবহার করেই এই নয়া সুযোগ-সুবিধা দেওয়া হবে যাত্রীদের— জানিয়েছেন গয়াল। এর মধ্যে প্রায় ৫ হাজার স্টেইনলেস স্টিলের বেঞ্চ দেবে জেনারেল ইনসিওরেন্স। মধ্য এবং পশ্চিমাঞ্চলের বিভিন্ন রেলওয়ে স্টেশনগুলিতে ব্যবহার করা হবে ওই বেঞ্চ।

কোল ইন্ডিয়া এবং তার সহযোগী কিছু সংস্থার ফান্ড ব্যবহার করে তৈরি হবে উন্নত মানের শৌচাগারও। মহিলা এবং পুরুষদের জন্য শৌচাগার ছাড়াও থাকবে শারীরিক প্রতিবন্ধী বা দিব্যাঙ্গদের জন্য বিশেষ উপায়ে তৈরি শৌচাগার। শুধু তাই নয় ওই শৌচাগারগুলিতে থাকবে স্যানিটারি ন্যাপকিন এবং কন্ডোম ভেন্ডিং মেশিন। সেখানে পাওয়া যাবে কম দামে স্যানিটারি ন্যাপকিন এবং কন্ডোম। নির্দিষ্ট দাম দিয়ে ভেন্ডিং মেশিন থেকেই ওসব কিনতে পারবেন যাত্রীরা।

Advertisement

এ ছাড়া প্রায় ৬ হাজার স্টেশনে চালু হবে ফ্রি ওয়াইফাই পরিষেবা। এখন দেশের ৮৩২টি স্টেশনে এই সুবিধা পাওয়া যায়। সম্পূর্ণ রূপে চালু হয়ে গেলে দেশের ৮ হাজার ৭৩৮টি স্টেশনের মধ্যে ৬ হাজার ৪৪১টি স্টেশনে দ্রুতগতির ওই ওয়াইফাই পরিষেবা পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে।

আরও পড়ুন: এক বছরে ৩ হাজার চিঠি, ৫০টি ইমেল! তথ্য জানতে চেয়ে নাজেহাল যুবক

আরও পড়ুন: কাশ্মীরে লোকসভা হতে পারে, বিধানসভা ভোট নয় কেন? প্রশ্ন ফারুকের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement