National news

একসঙ্গে সাড়ে তিন লক্ষ মানুষ জাতীয় সঙ্গীত গাইলেন, গিনেস রেকর্ড ভারতের

৩ লক্ষেরও বেশি দেশবাসীর সমবেত জাতীয় সঙ্গীত বাংলাদেশের রেকর্ড ভেঙে গিনেস বুকে জায়গা করে দিল ভারতকে। গুজরাতের রাজকোট জেলার একটি মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে কয়েক লক্ষ ভক্তের সমাগম হয়েছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৭ ১৯:৩০
Share:

খোদাল ধাম মন্দিরে ভক্ত সমাগম।

৩ লক্ষেরও বেশি দেশবাসীর সমবেত জাতীয় সঙ্গীত বাংলাদেশের রেকর্ড ভেঙে গিনেস বুকে জায়গা করে দিল ভারতকে। গুজরাতের রাজকোট জেলার একটি মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে কয়েক লক্ষ ভক্তের সমাগম হয়েছিল। সেখানেই সম্প্রতি ৩ লক্ষ ৫০ হাজার মানুষ একসঙ্গে জাতীয় সঙ্গীত গেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। এর আগে গিনেস বইয়ে এই জায়গাটি ছিল বাংলাদেশের। ২০১৪ সালে বাংলাদেশে ২ লক্ষ ৫৪ হাজার ৫৩৭ জন একসঙ্গে সে দেশের জাতীয় সঙ্গীত গেয়েছিলেন।

Advertisement

রাজকোটে ৬০ কোটি টাকা খরচ করে খোদাল ধাম মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে। সে জন্য চলতি মাসের ১৭ তারিখ থেকে পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠানও চলছে। শনিবারই তার শেষ দিন ছিল। এই পাঁচ দিনে মন্দির দর্শনে অন্তত ৫০ লক্ষ ভক্ত এসেছেন। তাঁদের মধ্যেই ৩ লক্ষ ৫০ হাজার জন মিলে জাতীয় সঙ্গীত গেয়েছেন বলে জানান মন্দির ট্রাস্টের এক সদস্য হংসরাজ গাজেরা। এমনকী আরও একটি রেকর্ড করেছে খোদাল ধাম। ভক্তদের দিয়ে দীর্ঘতম শোভাযাত্রা করিয়ে লিমকা বুক অফ রেকর্ড করে ফেলেছে। এই শোভাযাত্রার দৈর্ঘ্য ছিল ৪০ কিলোমিটার।

এই মন্দির চত্বরে গবেষণার জন্য একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছেন বলে হংসরাজ জানান।

Advertisement

আরও পড়ুন: অ্যান্টার্কটিকার হিমবাহের ফাটল বাড়ল আরও ৬ মাইল, শঙ্কা বিপদের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement