Punjab Missing Woman

তীর্থে গিয়ে ‘নিখোঁজ’, পঞ্জাবের শিখ মহিলা বিয়ে করে রয়ে গিয়েছেন পাকিস্তানে! দাবি রিপোর্টে

সর্বজিৎ কৌর নামের এক শিখ মহিলা গত ৪ নভেম্বর পুণ্যার্থীদের একটি দলের সঙ্গে ওয়াঘা-অটারি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে গিয়েছিলেন। গত ১৩ নভেম্বর পুণ্যার্থীদের সকলে ফিরে এলেও তিনি ফেরেননি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৫:০২
Share:

পাকিস্তানে তীর্থে গিয়ে বিয়ে করলেন পঞ্জাবের শিখ মহিলা! —প্রতিনিধিত্বমূলক ছবি।

পাকিস্তানে তীর্থে গিয়ে নিখোঁজ পঞ্জাবের মহিলা! সর্বজিৎ কৌর নামের ওই মহিলা গত ৪ নভেম্বর পুণ্যার্থীদের একটি দলের সঙ্গে ওয়াঘা-অটারি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে গিয়েছিলেন। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের শিখ ধর্মস্থান নানকানা সাহিব ছাড়াও সে দেশের বেশ কয়েকটি গুরুদ্বার ঘুরে দেখেন ওই পুণ্যার্থীরা। গত ১৩ নভেম্বর পুণ্যার্থীদের সকলে ফিরে এলেও ওই মহিলা ফেরেননি। তার পর নিখোঁজ মহিলার সন্ধানে দুই দেশেই তল্লাশি শুরু হয়। একাধিক সংবাদমাধ্যমের দাবি, পাকিস্তানের এক নাগরিককে বিয়ে করে সে দেশেই রয়ে গিয়েছেন এক মহিলা।

Advertisement

নানকানা সাহিব শিখদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তীর্থস্থান। এখানেই জন্মগ্রহণ করেছিলেন গুরু নানক। গত ৪ নভেম্বর প্রায় ২০০০ পুণ্যার্থী ওই তীর্থস্থানে যেতে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাকিস্তানে যান। ১৩ নভেম্বর বাকি সব পুণ্যার্থী দেশে ফিরলেও নিখোঁজ ছিলেন সর্বজিৎ। পাকিস্তান থেকে বেরোনো এবং ভারতে ঢোকার নথিতে বাকি সবার স্বাক্ষর থাকলেও সর্বজিতের স্বাক্ষর পাওয়া যায়নি। তার পরেই বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়। তদন্তে নামে পঞ্জাব পুলিশ। বিষয়টি জানানো হয় পাকিস্তানের অভিবাসন দফতরকেও।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই মহিলা লাহোরের শেখপুরার বাসিন্দা নাসির হুসেনকে বিয়ে করেছেন। বিয়ের জন্যও ধর্মান্তরিতও হয়েছেন তিনি। উর্দুভাষায় লেখা একটি ‘নিকাহ্‌নামা’ পাওয়া গিয়েছে বলে উল্লেখ করা হয়েছে একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে। ওই নথিতে সর্বজিতের নাম পরিবর্তন করে নূর লেখা হয়েছে। তবে এই নথির সত্যাসত্য খতিয়ে দেখা হচ্ছে। পাকিস্তানের ভারতীয় দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এই দাবির সত্যতা কতখানি, তা যাচাই করে দেখতে চাইছে। এর পাশাপাশি, ওই মহিলা কোথায় রয়েছেন, তা-ও জানার চেষ্টা চলছে।

Advertisement

পঞ্জাবের কপূরথালার আমানিপুর গ্রামের বাসিন্দা সর্বজিৎ। তাঁর দুই সন্তান রয়েছে। তবে বেশ কয়েক বছর আগে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাঁর। সর্বজিতের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া চিন্তায় ফেলে দিয়েছে স্থানীয় পুলিশ-প্রশাসনকে। অনেকেই মনে করছেন, দীর্ঘ দিন ধরে পুণ্যার্থীদের চর হিসাবে ব্যবহার করার কৌশল প্রয়োগ করেছে পাকিস্তান। পুরনো সেই কৌশল থেকেই সর্বজিৎকে প্রেমের ফাঁদে ফেলে সে দেশে নিয়ে যাওয়া হল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সে ক্ষেত্রে দেশের গোপন তথ্য পাকিস্তানের হাতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। ‘অপারেশন সিঁদুর’-এর পর এই প্রথম নানকানা সাহিবে গেল ভারতীয় পুণ্যার্থীদের দল। গুরু নানকের ৫৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষেই তাঁদের এই সফর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement