Indian Postal Service

আবার আমেরিকায় পার্সেল পাঠাবে ভারতীয় ডাক বিভাগ, শুল্কযুদ্ধের পরিস্থিতিতে বন্ধ হয়েছিল পরিষেবা

আমেরিকায় চিঠি, নথি, জিনিসপত্র পাঠানোর ক্ষেত্রে যে আমদানি শুল্ক ধার্য করা হয়, নতুন ব্যবস্থায় তা ভারতে পরিষেবা বুকিংয়ের সময়েই নিয়ে নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ২২:২৬
Share:

আবার আমেরিকায় চিঠি, নথি, জিনিস পাঠানোর পরিষেবা চালু করছে ভারতীয় ডাক বিভাগ। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

আমেরিকায় আবার পার্সেল, চিঠি পাঠানোর পরিষেবা চালু করছে ভারতীয় ডাক বিভাগ। মঙ্গলবার তারা এ কথা ঘোষণা করেছে। পরিষেবা চালু হবে বুধবার থেকে। গত অগস্ট মাসে আমেরিকায় চিঠি, নথি, পার্সেল, যার মূল্য ১০০ আমেরিকান ডলারের মধ্যে (ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৮ হাজার টাকা), তা পাঠানোর পরিষেবা স্থগিত করেছিল ভারতীয় ডাক বিভাগ।

Advertisement

প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, আমেরিকায় চিঠি, নথি, জিনিসপত্র পাঠানোর ক্ষেত্রে যে আমদানি শুল্ক ধার্য করা হয়, নতুন ব্যবস্থায় তা ভারতে পরিষেবা বুকিংয়ের সময়েই নিয়ে নেওয়া হবে। তার পরে তা অনুমোদিত পক্ষের মাধ্যমে সিবিপি (আমেরিকার কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন)-র হাতে তুলে দেওয়া হবে। ডাক বিভাগ এ-ও জানিয়েছে, ভারত থেকে আমেরিকায় যে জিনিস পাঠানো হবে, তার মূল্যের ৫০ শতাংশ হবে আমদানি শুল্ক। তবে কুরিয়ার পরিষেবার মতো জিনিস নির্বিশেষে শুল্ক বা অতিরিক্ত কোনও মূল্য আদায় করা হবে না। এর ফলে যাঁরা জিনিস আমেরিকায় পাঠাবেন বা রফতানি করবেন, তাঁদের খুব বেশি টাকা গুনতে হবে না। ছোট ব্যবসায়ীদেরও সাশ্রয় হবে।

আমেরিকা শুল্কনীতিতে পরিবর্তন আনে। সেই পরিস্থিতিতে গত ৩০ জুলাই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একটি নির্দেশিকা জারি করে জানায়, এত দিন ৮০০ মার্কিন ডলার মূল্য পর্যন্ত কোনও সামগ্রী আমেরিকার বাইরে পাঠানোর ক্ষেত্রে কোনও শুল্ক গুনতে হত না। তবে এ বার সেই নিয়ম পাল্টে যাচ্ছে। শুল্কমুক্ত পরিষেবা স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। তার পরেই ভারতীয় ডাক বিভাগ পরিষেবা সাময়িক স্থগিতের কথা জানায়।

Advertisement

ডাক বিভাগের তরফে জানানো হয়, আগামী ২৯ অগস্ট থেকে আমেরিকায় পাঠানো সমস্ত ডাক পণ্যে তাদের মূল্যের ভিত্তিতে শুল্ক আরোপ করা হবে। সেই শুল্ক নির্ধারণ করা হবে ‘আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক শক্তি আইন’-এর অধীনে। বলা হয়েছে, শুধুমাত্র ১০০ মার্কিন ডলার পর্যন্ত মূল্যের উপহার সামগ্রী শুল্কমুক্ত থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement