Indian Death in US

আমেরিকায় খুন ভারতীয় তরুণী! প্রাক্তন প্রেমিকের বাড়ি থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, বিবৃতি দিল ভারতীয় দূতাবাস

আমেরিকায় ডেটা ও স্ট্যাটেজি বিশ্লেষক হিসাবে কাজ করতেন নিকিতা। থাকতেন হাওয়ার্ড কাউন্টির এলিয়ট সিটিতে। গত ৩১ ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে প্রাক্তন প্রেমিকের বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ১০:২৬
Share:

আমেরিকায় কর্মরত ছিলেন ভারতীয় তরুণী নিকিতা গোডিশালা। ছবি: সংগৃহীত।

আমেরিকায় ফের খুন ভারতীয় নাগরিক। কর্মসূত্রে আমেরিকায় থাকতেন ২৭ বছরের নিকিতা গোডিশালা। গত ৩ জানুয়ারি মেরিল্যান্ডের একটি বাড়ি থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানতে পেরেছে, ওই বাড়িটির মালিক নিকিতার প্রাক্তন প্রেমিক। তিনিও ভারতীয় বংশোদ্ভূত, নাম অর্জুন শর্মা। তাঁর খোঁজ চলছে।

Advertisement

আমেরিকায় ডেটা ও স্ট্যাটেজি বিশ্লেষক হিসাবে কাজ করতেন নিকিতা। থাকতেন হাওয়ার্ড কাউন্টির এলিয়ট সিটিতে। গত ৩১ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন নিকিতা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর জন্য নিখোঁজ ডায়েরি করেন প্রাক্তন প্রেমিক অর্জুনই। গত ২ জানুয়ারি তিনি নিজে থানায় যান এবং রিপোর্ট লেখান। তদন্তকারীদের অর্জুন জানিয়েছিলেন, মেরিল্যান্ড সিটিতে নিজের বাড়িতে নিকিতাকে তিনি শেষ বার দেখেছিলেন।

নিখোঁজ ডায়েরি করার পরই দেশ ছাড়েন অর্জুন। পুলিশের দাবি, তিনি ভারতে পালিয়ে এসেছেন। তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে আমেরিকায়। ৩ তারিখ অর্জুনের বাড়িতে গিয়ে নিকিতার দেহ উদ্ধার করেন তদন্তকারীরা। দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিক অনুমান, কুপিয়ে খুন করা হয়েছে তরুণীকে। ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টার কিছু পরে এই হত্যাকাণ্ড হয়েছে। তবে এখনও খুনের কারণ সম্পর্কে পুলিশ কিছু জানতে পারেনি।

Advertisement

আমেরিকায় অবস্থিত ভারতের দূতাবাস এই ঘটনার পর বিবৃতি দিয়েছে। জানিয়েছে, তারা নিকিতার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং সম্ভাব্য সকল প্রকার সাহায্যের আশ্বাস তাঁদের দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গেও বিষয়টি নিয়ে যোগাযোগ করেছে ভারতীয় দূতাবাস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement