Execution of Shahzadi at UAE

১৬ দিন আগেই শাহজ়াদির ফাঁসি হয়ে গিয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে! দিল্লি হাই কোর্টে জানাল কেন্দ্র

মাঝ ফেব্রুয়ারিতেই সংযুক্ত আরব আমিরশাহিতে ফাঁসি হয়ে গিয়েছে উত্তরপ্রদেশের শাহজ়াদি খানের। ঘটনার দু’সপ্তাহ পরে সে দেশের প্রশাসন সরকারি ভাবে জানায় ভারতীয় দূতাবাসকে। সোমবার এ কথা জানিয়েছে বিদেশ মন্ত্রক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ১৮:০১
Share:

কেন্দ্রের তরফে সোমবার দিল্লি হাই কোর্টে জানানো হয়, গত ১৫ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরশাহিতে ফাঁসি হয়েছে শাহজ়াদির। —ফাইল চিত্র।

সংযুক্ত আরব আমিরশাহিতে ইতিমধ্যে ফাঁসি হয়ে গিয়েছে ভারতীয় তরুণী শাহজ়াদি খানের। সোমবার দিল্লি হাই কোর্টে এমনটাই জানাল কেন্দ্র। বিদেশ মন্ত্রক আদালতে জানায়, সংযুক্ত আর আমিরশাহির আইন মেনে গত ১৫ ফেব্রুয়ারি শাহজ়াদির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

Advertisement

শাহজ়াদি কেমন রয়েছেন? তাঁকে কি ফাঁসি দেওয়া হয়ে গিয়েছে, না কি এখনও তিনি জীবিত? তা জানতে চেয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন ওই তরুণীর বাবা সাবির খান। কেন্দ্রের থেকে এই বিষয়ে জানতে চেয়েও কোনও সুরাহা হচ্ছে না বলে অভিযোগ জানিয়েছিলেন তিনি। সোমবার ওই মামলা শুনানির জন্য ওঠে হাই কোর্টের বিচারপতি সচিন দত্তের বেঞ্চে। সেখানে বিদেশ মন্ত্রকের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা জানান, আগামী ৫ মার্চ আবু ধাবিতে তরুণীর শেষকৃত্য হবে।

মৃত্যুর পরবর্তী প্রক্রিয়াগুলি যাতে তরুণীর পরিবারের জন্য সহজতর করা যায়, সে বিষয়ে কেন্দ্র সবরকম সাহায্য করবে বলেও আদালতে জানায় কেন্দ্র। অতিরিক্ত সলিসিটর জেনারেল জানান, শাহজ়াদির ফাঁসির কথা গত ২৮ ফেব্রুয়ারি ভারতীয় দূতাবাসকে সরকারি ভাবে জানায় সে দেশের প্রশাসন। বিদেশ মন্ত্রকের বক্তব্যের পর ঘটনাটি ‘দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক’ বলে জানিয়ে মামলাটির নিষ্পত্তি করে দেন বিচারপতি।

Advertisement

উত্তরপ্রদেশের বান্দা জেলায় থাকতেন ওই মহিলা। তাঁকে ২০২১ সালে পাচার করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। আবু ধাবিতে এক দম্পতির চার মাসের সন্তানকে দেখভালের দায়িত্ব ছিল তাঁর। শিশুটির হঠাৎই মৃত্যু হয়। ওই দম্পতি শাহজাদির বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেন। এর পরে তদন্ত করে আবু ধাবি পুলিশ তাঁকে গ্রেফতার করে। পরে সেখানকার আদালত ওই শিশুর মৃত্যুতে খুনের মামলায় দোষী সাব্যস্ত করে শাহজ়াদিকে এবং ফাঁসির নির্দেশ দেয়। মাঝ ফেব্রুয়ারিতে আরব আমিরশাহির ভারতীয় দূতাবাস জানিয়েছিল, শাহজ়াদির ফাঁসির সাজার পরে ‘রিভিউ পিটিশন’ দাখিল করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement