Gold Stock in India

২৪ হাজার টন সোনার মালিক ভারতীয় মহিলারা! আমেরিকা, রাশিয়া, ফ্রান্স একযোগেও অনেক পিছনে

পরিসংখ্যানে বলা হয়েছে যে, ভারতীয় মহিলাদের কাছে যত সোনা রয়েছে, তা মেলালে মোট পরিমাণ হয় ২৪ হাজার টন। সোনা সঞ্চয়ের নিরিখে বিশ্বের প্রথম পাঁচ দেশকে মেলালেও এই পরিমাণ সোনা হবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১৩:০০
Share:

ভারতীয় মহিলাদের হাতে ২৪ হাজার টন সোনা! বলছে পরিসংখ্যান। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

সোনায় মোড়া ভারতীয় মহিলারা। পরিসংখ্যান অন্তত তাই বলছে। বিশ্বের কোথায় কত সোনা রয়েছে, তা পরিমাপ করার কাজে একাধিক সংস্থা নিযুক্ত থাকলেও এ ক্ষেত্রে সবচেয়ে বিশ্বস্ত ‘ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল’। তাদেরই পরিসংখ্যান বলছে, বিশ্বে যত সোনা রয়েছে, তার ১১ শতাংশই ভারতীয় মহিলাদের কুক্ষিগত।

Advertisement

পরিসংখ্যানে এ-ও বলা হয়েছে যে, ভারতীয় মহিলাদের কাছে যত সোনা রয়েছে, তা মেলালে মোট পরিমাণ হয় ২৪ হাজার টন। সোনা সঞ্চয়ের নিরিখে বিশ্বের প্রথম পাঁচ দেশকে মেলালেও এই পরিমাণ সোনা হবে না। আমেরিকা নিজেদের সঞ্চয়ে ৮০০০ টন সোনা মজুত রেখেছে। জার্মানি মজুত রেখেছে ৩৩০০ টন সোনা। ইতালির হাতে রয়েছে ২৪৫০ টন সোনা, ফ্রান্সের হাতে ২৪০০ টন এবং রাশিয়ার হাতে ১৯০০ টন।

পরিসংখ্যান অনুসারে উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতের মহিলাদের কাছে বেশি সোনা রয়েছে। দেশের মহিলাদের কাছে যত সোনা রয়েছে, তার ৪০ শতাংশ রয়েছে দক্ষিণ ভারতে। ২৮ শতাংশ রয়েছে কেবল তামিলনাড়ুতেই। ২০২০-২১ অর্থবর্ষের তুলনায় পরবর্তী দুই অর্থবর্ষে দেশের মহিলাদের হাতে থাকা সোনার পরিমাণ বেড়েছে বলে জানিয়েছে পরিসংখ্যান। এই বিপুল পরিমাণ সোনা ভারতের অর্থনীতির পক্ষেও সহায়ক বলে দাবি করেছেন অর্থনীতিবিদদের একাংশ।

Advertisement

প্রসঙ্গত, ভারতীয় সমাজ এবং সংস্কৃতিতে সোনার গুরুত্ব অপরিসীম। বিবাহ এবং অন্য সামাজিক অনুষ্ঠানে উপহার হিসাবে সোনার অলঙ্কার দেওয়ার চল রয়েছে এই দেশে। তা ছাড়া ভবিষ্যতের সঞ্চয় হিসাবেও অনেকে সোনা কিনে রাখেন। ভারতের আয়কর আইন অনুযায়ী, এক জন বিবাহিত মহিলা নিজের কাছে সর্বাধিক ৫০০ গ্রাম এবং অবিবাহিত মহিলা সর্বাধিক ২৫০ গ্রাম সোনা রাখতে পারেন। এর বেশি পরিমাণ সোনা রাখলে আয়কর দিতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। পুরুষদের জন্য এই পরিমাণ মাত্র ১০০ গ্রাম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement