ভুয়ো বোমাতঙ্কে মুম্বইয়ে থেমে গেল ইন্ডিগো-র বিমান

বিমানবন্দর সূত্রে খবর, শনিবার সকালেএক মহিলা যাত্রী ইন্ডিগো-র চেক-ইন কাউন্টারে এসে দাবি করেন, ইন্ডিগোর ৬ই ৩৬১২ বিমানে বোমা রাখা আছে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮ ১৪:১৪
Share:

বোমাতঙ্কের ফলে সাময়িক ভাবে আটকে গেল ইন্ডিগো বিমানের উড়ান। প্রতীকী ছবি।

ইন্ডিগোর একটি বিমানে বোমাতঙ্কের ফলে সাতসকালেই বিপত্তি দেখা দিল মুম্বই বিমানবন্দরে। খানাতল্লাশির পর জানা গেল, খবরটি আসলে ভুয়োছিল। যাত্রীদের হয়রানি শেষে নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা পর বিমানটি ছাড়ল।

Advertisement

বিমানবন্দর সূত্রে খবর, শনিবার সকালেএক মহিলা যাত্রী ইন্ডিগো-র চেক-ইন কাউন্টারে এসে দাবি করেন, ইন্ডিগোর ৬ই ৩৬১২ বিমানে বোমা রাখা আছে। শুধু তাই, কয়েক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির ছবি দেখিয়ে তিনি আরও দাবি করেন যে, তাঁরা দেশের নিরাপত্তার ক্ষেত্রে ‘বিপজ্জনক’। এর পরই ওই মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য বিমানবন্দর থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, উমা নামেরবছর একচল্লিশের ওই মহিলা সিঙ্গাপুরের নাগরিক। গোএয়ারের দিল্লিগামী জি৮ ৩২৯ বিমানের যাত্রী ছিলেন তিনি।

Advertisement

(ইতিহাসের পাতায় আজকের তারিখ, দেখতে ক্লিক করুন— ফিরে দেখা এই দিন।)

আরও পড়ুন: জঙ্গি অভিযানে রক্তাক্ত কাশ্মীর, সেনার গুলিতে ৬ স্থানীয়র মৃত্যুতে উত্তাল উপত্যকা

মহিলার দাবি ঘিরে স্বাভাবিক ভাবেই রীতিমতো তৎপরতা শুরু হয়ে যায় বিমানবন্দরে। ইন্ডিগোর ওই বিমানটিতে তল্লাশি শুরু হয়। তবে তাতে কোনও বোমা পাওয়া যায়নি। চিরুনি তল্লাশির পর বিমানটি দিল্লির উদ্দেশে রওনা দেয়।

আরও পড়ুন: প্রসাদ থেকে বিষক্রিয়া, কর্নাটকে মৃত ১১, অসুস্থ ৮২

মুম্বই থেকে ইন্ডিগো-র ওই বিমানটি ছাড়ার কথা ছিল সকাল ৬টা ৫ মিনিটে। লখনউ হয়ে তা দিল্লি যাওয়ার কথা ছিল। শেষমেশ তা ছাড়ে সকাল ৮টা ৪০ মিনিটে। ভুয়ো খবরের জেরে নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা দেরিতে ছাড়ার পর ১০টা ৪৫ মিনিটে তা দিল্লি পৌঁছয়।

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন