চলছে গুলির লড়াই। — প্রতিনিধিত্বমূলক চিত্র।
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল ভারতীয় সেনা। বৃহস্পতিবার সকালে জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় সেনার সঙ্গে গুলির ল়ড়াইয়ে মৃত্যু হল দুই জঙ্গির। ওই এলাকায় আরও কেউ লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখতে চিরুনি তল্লাশি শুরু হয়েছে। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্তও অভিযান চলছে।
ভারতীয় সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোররাতে বান্দিপোরা জেলার গুরেজ় সেক্টরে নওশেরা নারের কাছে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল এক দল জঙ্গি। গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় অভিযান শুরু করে জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনার যৌথ দল। অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন নওশেরা নার ৪’। শুরু হয় গুলির লড়াই। তাতেই মৃত্যু হয় দুই জঙ্গির। বাকিদের খোঁজে এখনও তল্লাশি চলছে।
সেনার বিবৃতিতে লেখা হয়েছে, ‘‘সম্ভাব্য অনুপ্রবেশের চেষ্টা সম্পর্কে পুলিশের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে গুরেজ় সেক্টরে একটি যৌথ অভিযান শুরু করেছিল ভারতীয় সেনা ও পুলিশের একটি দল। সে সময় দুই সন্দেহভাজনকে লক্ষ্য করে সেনা গুলি চালালে তারাও পাল্টা গুলি ছুড়তে শুরু করে। সংঘর্ষে দুই জঙ্গির মৃত্যু হয়েছে। অভিযান এখনও চলছে।’’
পহেলগাঁও কাণ্ড এবং ‘অপারেশন সিঁদুর’ পরবর্তী সময়ে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর এলাকায় নজরদারি আরও বেড়েছে। কাশ্মীরের কোথাও জঙ্গিরা লুকিয়ে রয়েছে কি না, তা খুঁজে বার করতে উপত্যকার বিভিন্ন এলাকায় দফায় দফায় অভিযান চালানো হচ্ছে। গত মাসেই শ্রীনগরে ‘অপারেশন মহাদেব’-এ পহেলগাঁও হামলায় জড়িত তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। চলতি মাসের শুরুতে দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও জেলার অখল জঙ্গলে ‘অপারেশন অখল’ শুরু করে ভারতীয় সেনা। তাতে মৃত্যু হয় ছয় জঙ্গির। সেই ঘটনার পর মাসখানেক পেরোতে না পেরোতেই ফের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা করল জঙ্গিরা।