Chemical attack

ট্রেনে-বাসে-বিমানে রাসায়নিক হামলার ছক জঙ্গিদের, সতর্কতা স্বরাষ্ট্রমন্ত্রকের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, শুধু বিমান বা ট্রেন নয়, বিমানবন্দর- মেট্রো টার্মিনাল, রেল স্টেশন, বাস স্ট্যান্ডের মতো জায়গাতেও রাসায়নিক হামলা চালাতে পারে জঙ্গিরা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৭ ১৭:৩৭
Share:

প্রতীকী ছবি।

দেশে রাসায়নিক হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা!

Advertisement

গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, সন্ত্রাসবাদীদের নিশানায় রয়েছে বিমান, ট্রেনের মতো যানবাহনগুলি। পাশাপাশি নজরে রয়েছে জনবহুল এলাকাগুলি। ইতিমধ্যেই এই মর্মে রাজ্য সরকারগুলিকে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। গত ১ সেপ্টেম্বর রাজ্যগুলিতে চিঠি পাঠানো হয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে অসাময়িক বিমান পরিবহণ মন্ত্রক এবং নিরাপত্তা সংস্থাগুলিকেও। বাণিজ্যিক বিমানগুলি যে জঙ্গিদের নিশানায় রয়েছে, সে ব্যাপারে সতর্ক করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। ফলে প্রতিটি যাত্রীর উপরই কঠোর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, বিভিন্ন জনবহুল এলাকায় নিরাপত্তা আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ডোকলামের পর সতর্ক ভারত, চিন সীমান্ত জুড়ে দ্রুত রাস্তা তৈরি শুরু​

Advertisement

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, শুধু বিমান বা ট্রেন নয়, বিমানবন্দর- মেট্রো টার্মিনাল, রেল স্টেশন, বাস স্ট্যান্ডের মতো জায়গাতেও রাসায়নিক হামলা চালাতে পারে জঙ্গিরা। মন্ত্রক সূত্রে খবর, হামলা চালানোর কাজে ব্যবহার করতে পারে বিষাক্ত গ্যাস, রাসায়নিক পাউডার। এমনকী পাণীয় জল, খাবারে বিষাক্ত রাসায়নিক মিশিয়ে দেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন: অনন্তনাগে সংঘর্ষ, এক হিজবুল জঙ্গিকে জীবিত ধরল সেনা

সম্প্রতি অস্ট্রেলিয়াতে একই ধাঁচে রাসায়নিক হামলার পরিকল্পনা করেছিল জঙ্গিরা। কিন্তু, সেই পরিকল্পনা ব্যর্থ হয়। সেই ঘটনার তদন্তের সূত্র ধরেই ভারতে রাসায়নিক হামলার সম্ভাবনার কথা উঠে এসেছে।

যদিও এই হামলা কোনও জঙ্গি সংগঠন চালাতে পারে, সে বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। সূত্রের খবর, এর আগে আইএস-এর মতো সন্ত্রাসবাদী সংগঠন রাসায়নিক হামলার হুমকি দিয়েছিল তাদের শত্রু দেশগুলির বিরুদ্ধে। ফলে আইএস-এর মতো সংগঠন এর পিছনে রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন