মহিলার ছবি বানানো হয়েছে ‘ন্যানো ব্যানানা’ টুল দিয়ে। ছবি: সংগৃহীত।
‘ন্যানো ব্যানানা’র জোয়ারে গা ভাসাচ্ছেন অনেকেই। খুব ট্রেন্ডিং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এই টুলটি। নিজের ছবিকে আমূল বদলে দেওয়া যাচ্ছে এই কৌশল ব্যবহার করে। নিজেকে আরও সুন্দর করে দেখানোর ছবির এই কৌশলের আড়ালে যে কত বড় বিপদ লুকিয়ে আছে, তা নিয়ে এ বার সতর্ক করলেন এক আইপিএস অফিসার। প্রথমে বেশ ভাল লাগবে বিষয়টি, কিন্তু এই ভাললাগার আড়ালে যে বড় রকমের ক্ষতি হয়ে যেতে পারে, তা নিয়ে উদ্বেগ প্রকাশও করেছেন তিনি।
তেলঙ্গানার আইপিএস অফিসার ভিসি সজ্জনার নিজের এক্স হ্যান্ডলে এই ‘ট্রেন্ড’ নিয়ে সতর্ক করেছেন। তিনি লিখেছেন, ‘‘ইন্টারনেটে যে বিষয়টি ট্রেন্ডিং, সেগুলি সম্পর্কে আমাদের সকলের সচেতন থাকা উচিত।’’ এর পরই আইপিএস সজ্জনার বর্তমানে সমাজমাধ্যমের ‘ট্রেন্ডিং’ বিষয় ‘ন্যানো ব্যানানা’র প্রসঙ্গ উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘‘এর ফাঁদে পড়ে ব্যক্তিগত তথ্য শেয়ার করছেন না তো? যদি করে থাকেন, তা হলে সাইবার অপরাধীদের খপ্পরে পড়তে পারেন।’’
তিনি আরও জানিয়েছেন, মানুষের এখনই এই সব বিষয়ে সতর্ক হওয়া উচিত। কী ভাবে এই ধরনের বিপদ এড়ানো যায়, তার অভ্যাস করা উচিত। কোনও ভুয়ো ওয়েবসাইটে নিজেদের ছবি আপলোড না করার পরামর্শও দিয়েছেন আইপিএস অফিসার। তাঁর কথায়, ‘‘আপনার আনন্দের মুহূর্তগুলো সমাজমাধ্যমে তুলে ধরতে পারেন। কিন্তু পাশাপাশি এটাও মাথায় রাখা উচিত, তার জেরে আপনার কোনও ক্ষতি হয়ে যাচ্ছে না তো? নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া উচিত।’’