বিশ্বে এখন বড় চ্যালেঞ্জ আইএস: প্রধানমন্ত্রী

আজকের দিনে বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইএস-এর মোকাবিলা। বিশ্বের সব দেশকে এক সঙ্গে এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার আগে এ কথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৫ ১০:১২
Share:

রাষ্ট্রপুঞ্জে প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স।

আজকের দিনে বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইএস-এর মোকাবিলা। বিশ্বের সব দেশকে এক সঙ্গে এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার আগে এ কথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

রাষ্ট্রপুঞ্জের বৈঠকের ফাঁকে শুক্রবার রাতে জর্ডনের রাজা আবদুল্লার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানেই আন্তর্জাতিক সন্ত্রাস এবং আইএস নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়। বৈঠকের পরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, “আইএস যে সবচেয়ে বড় শত্রু, তা মেনে নিয়ে তাদের ঠেকানোর কৌশল নিয়ে আলোচনা হয়েছে দুই নেতার মধ্যে। ধর্ম থেকে সন্ত্রাসকে আলাদা করার প্রয়োজনিয়তার কথাও বলেছেন প্রধানমন্ত্রী।”

আন্তর্জাতিক সন্ত্রাস নিয়ে সব দেশের একই সুরে বিরোধিতা করা উচিত বলে বহু দিন ধরেই দাবি করে আসছিল ভারত। এ দিন সেই দাবিকেই আরও জোড়ালো করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের জন্য জর্ডানের সমর্থনও এ দিন আদায় করে নিয়েছেন মোদী। প্রধানমন্ত্রীর মতে, বিশ্বের ছ’ভাগের এক ভাগ মানুষ যে দেশে থাকেন, সেই দেশকে অবিলম্বে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করা উচিত। এবং এর জন্য রাষ্ট্রপুঞ্জের গঠনতন্ত্রের পরিবর্তনের পক্ষেও সওয়াল করেন তিনি। ভারতের এই দাবিকে সমর্থন করেছে জর্ডানও।

Advertisement

বৈঠকে ইরাক এবং সিরিয়ায় আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে জর্ডানের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। ভারতের সঙ্গে অর্থনৈতিক এবং সামরিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উপর জোর দেন জর্ডনের রাজা।

উষ্ণায়নের মোকাবিলায় দরিদ্রদের কথা আগে ভাবতে হবে: মোদী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement