Covid Vaccines

টিকা উৎপাদন রকেট উৎক্ষেপণ নয়, বললেন এমস প্রধান

এই মুহূর্তে দিনে গড়ে ২০ লক্ষ টিকা বানাচ্ছে সিরাম।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২১ ১২:৩৬
Share:

এমস প্রধান চিকিৎসক রণদীপ গুলেরিয়া। - ফাইল ছবি।

বাজারে কোভিড টিকার ‘ঘাটতি’র জন্য দেশজুড়ে সমালোচনার মুখে পুণের সিরাম ইনস্টিটিউট-সহ উৎপাদক সংস্থাগুলির পাশেই দাঁড়ালেন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এর প্রধান চিকিৎসক রণদীপ গুলেরিয়া। শুক্রবার রণদীপ বলেছেন, ‘‘টিকা উৎপাদনের কাজটা ঠিক রকেট উৎক্ষেপণের মতো নয়। আগে থেকেই সব কিছু নির্ধারণ করে রাখা যায় না।’’

Advertisement

দু’দিন আগে কোভিশিল্ড টিকার প্রস্তুতকারক সংস্থা সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুণাওয়ালা জানিয়েছিলেন, টিকার উৎপাদন বাড়াতে আরও ৩ হাজার কোটি টাকা প্রয়োজন। লাগবে আরও ৩ মাস সময়ও। এই মুহূর্তে দিনে গড়ে ২০ লক্ষ টিকা বানাচ্ছে সিরাম। মাসে গড়ে ৬ থেকে সাড়ে ৬ কোটি। সংস্থার উৎপাদন বাড়িয়ে লক্ষ্যমাত্রা মাসে ১০ থেকে ১১ কোটি করা।

শুক্রবার সিরাম কর্তার পক্ষ নিয়েই দিল্লির এমস প্রধান রণদীপ বলেন, ‘‘টিকা উৎপাদকরা তাঁদের কাজ করে চলেছেন। ভারতে কত টিকা লাগতে পারে, তাঁরা জানেন। কিন্তু তাঁদের তো শুধু ভারতের কথা ভাবলেই হবে না। টিকা অন্যান্য দেশেও পাঠাতে হচ্ছে, হবে। সেই অনুয়ায়ী টিকা বানাতে হচ্ছে তাঁদের। এটা তো ঠিক রকেট উৎক্ষেপণের মতো আগে থেকে সব কিছু ভেবে রেখে করা সম্ভব নয়। প্রয়োজন অনুযায়ী করতে হয়।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন