Jammu and Kashmir Terror Attack

‘দেশবিরোধী প্রচার, জঙ্গিদের সঙ্গে মিলে ষড়যন্ত্র’! জম্মু-কাশ্মীরে চলছে ধরপাকড়, ২০ জায়গায় তল্লাশি

ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি ঘোষণা হতেই ধ়রপাকড় শুরু উপত্যকায়। দক্ষিণ কাশ্মীরের ২০টি জায়গায় তল্লাশি চালাল পুলিশ। আটকও করা হয়েছে কয়েক জনকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৫ ২০:০১
Share:

—ফাইল ছবি।

ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি ঘোষণা হতেই ধ়রপাকড় শুরু উপত্যকায়। দক্ষিণ কাশ্মীরের ২০টি জায়গায় তল্লাশি চালাল পুলিশ। আটকও করা হয়েছে কয়েক জনকে। তাঁদের বিরুদ্ধে দেশবিরোধী প্রচার এবং জঙ্গিদের সঙ্গে মিলে ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। বেআইনি কার্যকলাপ প্রতিরোধী (ইউএপিএ) আইনের অধীনে দায়ের মামলার তদন্তেই এই তল্লাশি অভিযান বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

গত মাসে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানায় ২৬ জনের মৃত্যুর ঘটনার পর থেকেই ধরপাকড় চলছে উপত্যকায়। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, জঙ্গিহানার ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপত্যকার বেশ কয়েক জন বাসিন্দাকে আগেই পাকড়াও করেছিল পুলিশ। তদন্তকারীদের সূত্রের দাবি, ধৃতেরা ‘ওভার গ্রাউন্ড ওয়ার্কার’। যাঁরা মূলত স্থানীয়, জঙ্গিদের সহযোগী বলেই পরিচিত।

তদন্তকারীদের দাবি, শুধু জঙ্গিদের সাহায্য বা তাদের সঙ্গে মিলে ষড়যন্ত্রই নয়, সহযোগীরা ভারত-বিরোধী প্রচারও চালাচ্ছে সমাজমাধ্যমে। লশকর-এ-ত্যায়বা এবং জইশ-ই-মহম্মদের মতো জঙ্গি সংগঠনের প্রচারও করেছে তারা। এক তদন্তকারীর কথায়, ‘‘অনেকেই নিরাপত্তাবাহিনী সংক্রান্ত তথ্য পাচার করে পাকিস্তানে। তদন্তে এই সব তথ্য উঠে এসেছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement