Jaipur Accident

সকালে দৌড়োতে বেরিয়ে পিষে দিল বেপরোয়া গাড়ি! জয়পুরে তরুণীর মৃত্যু, নিচ্ছিলেন বায়ুসেনার পরীক্ষার প্রস্তুতি

মৃত তরুণীর নাম অনয়া শর্মা (১৮)। ঝুনঝুনুর বাসিন্দা অনয়া তাঁর বোনের সঙ্গে জয়পুরে থাকতেন। প্রতি দিনের মতো বুধবার ভোরেও জয়পুর এক্সপ্রেসওয়ের শান্তিবাগ এলাকায় দৌড়োতে বেরিয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১২:০০
Share:

(বাঁ দিকে) মৃত তরুণী। ঘাতক সেই গাড়ি (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

স্বপ্ন ছিল, বায়ুসেনায় যোগ দেবেন। সে জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন। বায়ুসেনার শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য রোজ ভোরে দৌড়োতে বেরোতেন। আর সেটাই কাল হল। বেপরোয়া গতিতে ছুটে আসা গাড়ির চাকায় পিষে গিয়ে মৃত্যু হল বছর আঠারোর সদ্যতরুণীর।

Advertisement

বুধবার সকালে রাজস্থানের জয়পুরে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, মৃত তরুণীর নাম অনয়া শর্মা (১৮)। ঝুনঝুনুর বাসিন্দা অনয়া তাঁর বোনের সঙ্গে জয়পুরে থাকতেন। প্রতি দিনের মতো বুধবার ভোরেও জয়পুর এক্সপ্রেসওয়ের শান্তিবাগ এলাকায় দৌড়োতে বেরিয়েছিলেন তিনি। সে সময় আচমকা একটি কালো রঙের থার গাড়ি দ্রুত গতিতে পিছন থেকে ছুটে এসে তাঁকে পিষে দেয়। রক্তাক্ত অনয়াকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘাতক গাড়ির চালক ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছেন। তাঁর খোঁজে বিশেষ দল গড়ে তল্লাশি শুরু করেছে করধানি থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনয়াকে পিষে দেওয়ার পর থারটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা আরও একটি গাড়িকে ধাক্কা মারে। তার পর বেগতিক বুঝে গাড়ি ফেলে রেখেই পালিয়ে যান চালক। এখনও তাঁর খোঁজ মেলেনি। তবে ঘাতক থারটি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement