যত বয়স বাড়ছে ততই অপরিণত হচ্ছেন রাহুল: অরুণ জেটলি

বাদল অধিবেশনকে আক্ষরিক অর্থেই ‘বাদুলে’ করে দিয়েছে কংগ্রেস-সহ বিরোধীরা। পণ্ড হয়েছে প্রায় পুরো অধিবেশন। পাস করানো যায়নি গুরুত্বপূর্ণ কোনও বিলই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৫ ১৮:১০
Share:

বাদল অধিবেশনকে আক্ষরিক অর্থেই ‘বাদুলে’ করে দিয়েছে কংগ্রেস-সহ বিরোধীরা। পণ্ড হয়েছে প্রায় পুরো অধিবেশন। পাস করানো যায়নি গুরুত্বপূর্ণ কোনও বিলই। আর এ বার সংসদের কাজ কর্ম পণ্ড করার দায়ে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ আরও ধারাল করার সিদ্ধান্ত নিল বিজেপি। নিশানা করল খোদ কংগ্রেস সহ সভাপতিকে।

Advertisement

বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক সম্মেলনে রাহুল গাঁধীকে আক্রমণ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, “নেতৃত্বের শীর্ষ পৌঁছতে পরিণত বোধের প্রয়োজন। কিন্তু যতই বয়স বাড়ছে ততই অপরিণত হচ্ছেন রাহুল। উনি বোধহয় বুঝতে পারছেন না সংসদীয় বক্তব্য আর মেঠো ভাষণের মধ্যে ফারাক আছে।”

অর্থমন্ত্রী দাবি করেন, “গলার জোরে দেশের উন্নতিতে বাধা দিয়েছে কংগ্রেস। এই গণতন্ত্র বিরোধী কাজের প্রতিবাদে দেশজুড়ে কংগ্রেস এবং বামফ্রন্টের দখলে থাকা ৫৩টি লোকসভা কেন্দ্রে প্রচার করবে এনডিএ। মানুষকে বোঝানো হবে, কীভাবে উন্নতিতে বাধা দিচ্ছে বিরোধীরা।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন