ফের ‘শিক্ষিত জঙ্গি’, উদ্বিগ্ন প্রশাসন 

কাশ্মীরের নানা প্রান্তে একের পর এক সংঘর্ষ হয়েছে গত বছরে। কিন্তু মধ্য কাশ্মীরের গান্ধেরবালের নাম নেই সেই তালিকায়। কিন্তু শেষ পর্যন্ত দুই শিক্ষিত যুবক জঙ্গি দলে যোগ দেওয়ায় এই জেলার দিকে নজর দিতে বাধ্য হয়েছেন গোয়েন্দারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শ্রীনগর শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৯ ০৩:১১
Share:

রাহিল রশিদ শেখ

কাশ্মীরের নানা প্রান্তে একের পর এক সংঘর্ষ হয়েছে গত বছরে। কিন্তু মধ্য কাশ্মীরের গান্ধেরবালের নাম নেই সেই তালিকায়। কিন্তু শেষ পর্যন্ত দুই শিক্ষিত যুবক জঙ্গি দলে যোগ দেওয়ায় এই জেলার দিকে নজর দিতে বাধ্য হয়েছেন গোয়েন্দারা।

Advertisement

গত বছরের মে মাসে শোপিয়ানে বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক মহম্মদ রফি বাট। আদতে গান্ধেরবালের চন্ডেন এলাকার বাসিন্দা রফির মতো শিক্ষিত যুবকও জঙ্গি দলে যোগ দেওয়ায় উদ্বেগ বাড়ে শ্রীনগর ও দিল্লির অন্দরে। ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা বলেন, ‘‘কেবল আর্থিক সাহায্য দিয়ে যে কাশ্মীরের সমস্যা মেটানো যাবে না তা এই ঘটনা থেকেই স্পষ্ট। রফি বাটের মতো শিক্ষিত যুবক জঙ্গি দলে যোগ দেওয়া থেকেই বোঝা যাচ্ছে কাশ্মীরের সমস্যা রাজনৈতিক। রাজনৈতিক পথেই এর সমাধান করতে হবে।’’

গত শুক্রবার শোপিয়ানে বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন গান্ধেরবালের আর এক শিক্ষিত ও ধনী পরিবারের যুবক রাহিল রশিদ শেখ। রাজস্থানের কোটায় একটি কলেজে এমটেক-এর ছাত্র রাহিলের মৃত্যুর ধাক্কা এখনও কাটাতে পারেননি তাঁর পরিজন ও বন্ধুরা।

Advertisement

গান্ধেরবালের নুনার এলাকায় এক ধনী ব্যবসায়ী পরিবারের সদস্য রাহিল। তাঁর সম্পর্কিত ভাই আসিফ বলছেন, ‘‘রাহিল কোনওদিন জঙ্গি কাজকর্ম বা পাথর ছোড়ার কাছাকাছি গিয়েছিল বলে মনে পড়ে না। উল্টে ও নতুন নতুন শহরে বেড়াতে যেতে ভালবাসত। ট্রেকিং করত।’’ আসিফের দাবি, গত বুধবার নুনারের বাড়ি থেকে জামাকাপড় কেনার নাম করে বেরোন রাহিল। কিছু টাকাপয়সাও নিয়ে গিয়েছিলেন। রাতেও রাহিল বাড়ি না ফেরায় থানায় ডায়েরি করেন তাঁর পরিবারের সদস্যেরা। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় কালাশনিকভ হাতে রাহিলের ছবি ছড়িয়ে পড়ে। জানা যায়, তিনি জঙ্গি দলে যোগ দিয়েছেন। আসিফের কথায়, ‘‘গোটা এলাকা চমকে গিয়েছিল।’’ এর পরেই আসে শোপিয়ানে সংঘর্ষে রাহিলের নিহত হওয়ার খবর।

ঘরোয়া আলোচনায় শ্রীনগর ও দিল্লির কর্তারা মানছেন, শিক্ষিত যুবকদের জঙ্গি দলে যোগ দেওয়ার প্রবণতা যথেষ্ট উদ্বেগজনক।

অন্য দিকে কনভয় চলাচল নিয়ে জম্মু-কাশ্মীর সরকারের নির্দেশ মানতে রাজি নয় সেনা। পুলওয়ামার পরে কনভয়ের জন্য রবি ও বুধবার জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে সাধারণ পরিবহণ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যপালের প্রশাসন। মানুষকে দুর্ভোগে ফেলে সেই নির্দেশ কার্যকর করাও হয়েছিল। কিন্তু আজ ওই সড়ক দিয়ে গিয়েছে সেনার একটি কনভয়। সেনা সূত্রের দাবি, ওই সিদ্ধান্ত নিয়ে তাদের সঙ্গে পরামর্শ করা হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন