Jammu and Kashmir

উপত্যকায় এখনও শান্তি পুরোপুরি ফেরেনি: ওমর

শুক্রবার জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেছেন, উপত্যকায় এখনও শান্তি পুরোপুরি ফেরেনি। বেশ কিছু এলাকায় এখনও জঙ্গি হামলা চলে।

সাবির ইবন ইউসুফ

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ০৯:১৮
Share:

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। —ফাইল চিত্র।

গত কাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছিলেন যে, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের জন্যই বিচ্ছিন্নতাবাদ মনোভাব এবং সন্ত্রাসবাদ বেড়েছিল। তা প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই শান্তি ফিরেছে উপত্যকায়। শুক্রবার সে বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেছেন, উপত্যকায় এখনও শান্তি পুরোপুরি ফেরেনি। বেশ কিছু এলাকায় এখনও জঙ্গি হামলা চলে। যদিও শান্তি ফেরানোর লক্ষ্যে সব রকমের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি। এ দিন ওমর বলেন, এখনও জম্মু-কাশ্মীরের বেশ কিছু এলাকায় জঙ্গি হামলা হয়। তবে যে কোনও জায়গায় শান্তি ফেরাতে সময় লাগে। তাঁর দাবি, আগামী দিনে শান্তি ফেরানোর প্রক্রিয়া কী ভাবে এগোয়, তা অপেক্ষা করেই দেখতে হবে।

সম্প্রতি শোনা গিয়েছিল, জম্মু-কাশ্মীরের নাম পাল্টে ‘কাশ্যপ’ করা হবে। এই প্রসঙ্গে ওমর বলেন, এই ‘‘সবই গুজব। যদি একান্তই নাম বদলের কোনও প্রস্তাব আনা হত, তবে সেটা সর্বপ্রথম জম্মু-কাশ্মীর সরকারের সঙ্গে আলোচনা করা হত। তাদের সম্মতি থাকলে তবেই নাম বদল হত। এমন কিছুই হয়নি।’’ সংবাদ সংস্থা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন