সপ্তাহে দু’দিন শুধুই সামরিক কনভয়

সরকারি বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, জঙ্গি হামলার সম্ভাবনা এড়াতেই এই পদক্ষেপ।

Advertisement

সংবাদ সংস্থা

শ্রীনগর শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৯ ০২:০৫
Share:

প্রতি সপ্তাহের বুধ ও রবিবার ভোর ৪টে থেকে বিকেল ৫টা পর্যন্ত জম্মু-শ্রীনগর সড়কে নিরাপত্তা বাহিনীর গাড়ি ছাড়া অন্য কোনও গাড়ি চলতে দেওয়া হবে না। ছবি: পিটিআই।

পুলওয়ামার ঘটনার এক মাস পরেও বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে হামলার চেষ্টা হয়েছে নিরাপত্তা বাহিনীর কনভয়ে। অবশেষে লোকসভা ভোটের সময়ে নিরাপদে বাহিনীর কনভয় চলাচলের বন্দোবস্ত করতে সাধারণ গাড়ি নিয়ন্ত্রণের নিয়ম আনল জম্মু-কাশ্মীর সরকার। প্রতি সপ্তাহের বুধ ও রবিবার ভোর ৪টে থেকে বিকেল ৫টা পর্যন্ত জম্মু-শ্রীনগর সড়কে নিরাপত্তা বাহিনীর গাড়ি ছাড়া অন্য কোনও গাড়ি চলতে দেওয়া হবে না। এই নিয়ম জারি থাকবে আগামী ৩১ মে পর্যন্ত।

Advertisement

গত ১৪ ফেব্রুয়ারি এই সড়কেই জইশ জঙ্গির গাড়িবোমায় প্রাণ গিয়েছিল চল্লিশেরও বেশি সিআরপি জওয়ানের। প্রশ্ন উঠেছিল, সিআরপি কনভয়ে উটকো গাড়ি ঢুকে পড়ল কী করে। এর পরে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ কাশ্মীরে গিয়ে জানিয়েছিলেন, কনভয় যাওয়ার দিনগুলিতে কোনও সাধারণ গাড়ি যেতে দেওয়া হবে না।

আজ সরকারি বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, জঙ্গি হামলার সম্ভাবনা এড়াতেই এই পদক্ষেপ। বিবৃতি বলছে, ‘‘বারামুলা থেকে শ্রীনগর, কাজ়িগুন্দ, জওহর সুড়ঙ্গ, বানিহাল, রামবান হয়ে উধমপুর পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে। এই সময়ে জরুরি প্রয়োজনে অসামরিক গাড়ি চলাচলের প্রয়োজন হলে কার্ফুর সময়ে যেমন বন্দোবস্ত করা হয়, তেমনই কোনও ব্যবস্থা করবে স্থানীয় পুলিশ-প্রশাসন।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন