জম্মু ও কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর নজরদারি। ছবি: পিটিআই।
জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার কিছু অঞ্চলে মোবাইল ইন্টারনেট পরিষেবা সাময়িক ভাবে বন্ধ করা হল। সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, আগামী ২৭ মে পর্যন্ত ডোডা জেলার অন্তর্গত ভান্দেরওয়ারের কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ওই অঞ্চলে মোবাইল ইন্টারনেটের অপব্যবহার করে ‘দেশ-বিরোধীরা’ আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। সেই কারণে আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডোডার ওই ছোট অঞ্চলে মোবাইল ইন্টারনেট দু’দিন আগে থেকেই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার ওই নির্দেশিকাটি প্রকাশ্যে এসেছে। নির্দেশিকা অনুসারে, ২২ মে রাত ৮টা থেকে ২৭ মে রাত ৮টা পর্যন্ত ওই অঞ্চলে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের স্বরাষ্ট্রসচিব চন্দ্রকার ভারতী। পিটিআই জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের স্বরাষ্ট্র দফতর থেকে ওই অঞ্চলে ৩৭টি টাওয়ারে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৯টি টাওয়ার রয়েছে ‘রিলায়েন্স জিও’র এবং ১৮টি রয়েছে ‘এয়ারটেল’-এর। প্রশাসনিক আধিকারিকেরা পিটিআইকে জানিয়েছেন, জম্মু পুলিশের আইজি ভীমসেন তুতির প্রস্তাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রশাসনের নির্দেশিকায় বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, কেন্দ্রশাসিত অঞ্চলের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য সাময়িক ভাবে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। নির্দেশিকায় এ-ও জানানো হয়েছে, মোবাইল ডেটার অপব্যবহার করে দেশবিরোধী দুষ্কৃতীরা আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে বলে মনে করা হচ্ছে।
বস্তুত, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর থেকে জম্মু ও কাশ্মীরে মোবাইল ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করার ঘটনা অনেকটাই কমে গিয়েছে। তবে সম্প্রতি পহেলগাঁওয়ে জঙ্গিহানার পর থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। নজরদারিও আরও বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় জম্মুর ডোডা জেলার ভান্দেরওয়ারের কিছু এলাকায় সাময়িক ভাবে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।