Jharkhand

শরীরে বাসা বেধেছে মারণ রোগ! ঝাড়খণ্ডে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে আত্মহত্যা যুবকের

শুক্রবার রাতে সেরাইকেলা-খারসোয়ান জেলার আদিত্যপুর থানা এলাকার গামহারিয়া চিত্রগুপ্ত নগরে একটি বাড়ি থেকে একই পরিবারের চার সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। নিহতদের নাম কৃষ্ণ কুমার (৪০) এবং তাঁর স্ত্রী ডলি দেবী (৩৫)। এ ছাড়া, একই ঘর থেকে উদ্ধার হয়েছে ওই দম্পতির নাবালিকা দুই কন্যার মৃতদেহও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ১৬:৪৫
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

শরীরে বাসা বেধেছে মারণ রোগ ক্যানসার। পরিবারের তিন সদস্যকে নিয়ে একসঙ্গে আত্মহত্যা করলেন যুবক। শুক্রবার ঝাড়খণ্ডের সেরাইকেলা-খারসোয়ান জেলায় ঘটনাটি ঘটেছে। গভীর রাতে বন্ধ ঘর থেকে একই পরিবারের চার সদস্যের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

শনিবার পুলিশ সূ্ত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে সেরাইকেলা-খারসোয়ান জেলার আদিত্যপুর থানা এলাকার গামহারিয়া চিত্রগুপ্ত নগরে একটি বাড়ি থেকে একই পরিবারের চার সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। নিহতদের নাম কৃষ্ণ কুমার (৪০) এবং তাঁর স্ত্রী ডলি দেবী (৩৫)। এ ছাড়া, একই ঘর থেকে উদ্ধার হয়েছে ওই দম্পতির নাবালিকা দুই কন্যার মৃতদেহও। চার জনেরই দেহ ঘরের সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে।

ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, একসঙ্গে আত্মহত্যা করেছেন চার জন। স্থানীয় সূত্রে খবর, কৃষ্ণ গামহারিয়ার একটি ইস্পাত কারখানায় সিনিয়র ম্যানেজার পদে কর্মরত ছিলেন। সম্প্রতি তাঁর ক্যানসার ধরা পড়ে। এর পর থেকেই হতাশায় ভুগছিল ওই পরিবার। সম্ভবত সে কারণেই আত্মহত্যা করেছেন চার জন। ঘটনায় এখনও তদন্ত চলছে। চার মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement