শান্ত জামশেদপুর, রয়েছে রাত কার্ফু

পরিস্থিতি নিয়ন্ত্রণে। কিন্তু তবু আজও পুরোপুরি কার্ফু উঠল না জামশেদপুরে। আজ সন্ধ্যা ছ’টার পরে মানগোতে ফের কার্ফু জারি হয়ে যায়। মানগো বাদে অন্যান্য জায়গায় রাত আটটার পরে কার্ফু জারি হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৫ ১৮:২৯
Share:

পরিস্থিতি নিয়ন্ত্রণে। কিন্তু তবু আজও পুরোপুরি কার্ফু উঠল না জামশেদপুরে। আজ সন্ধ্যা ছ’টার পরে মানগোতে ফের কার্ফু জারি হয়ে যায়। মানগো বাদে অন্যান্য জায়গায় রাত আটটার পরে কার্ফু জারি হয়।

Advertisement

পুলিশ জানিয়েছে, শনিবার সরকারি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। তবে বন্ধ থাকবে বেসরকারি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান। এ দিন জামশেদপুরে কোথাও কোনও গন্ডগোলের খবর নেই। যান চলাচলও অনেকটাই স্বাভাবিক। সকাল আটটার পর কার্ফু শিথিল হতেই সাধারণ মানুষ দোকানপাট, বাজারে ভিড় করে। আজ অবশ্য কালকের থেকেও বেশি দোকানপাট খোলা ছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement