আসন না পেয়ে ক্ষোভ নীতীশের দলের

উত্তরপ্রদেশের জোটে না নেওয়ায় কংগ্রেস ও সমাজবাদী পার্টির উপর ক্ষুব্ধ জেডিইউ। নীতীশ কুমার প্রকাশ্যে এখনও কিছু বলেননি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পটনা ও নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৭ ০৩:১৫
Share:

উত্তরপ্রদেশের জোটে না নেওয়ায় কংগ্রেস ও সমাজবাদী পার্টির উপর ক্ষুব্ধ জেডিইউ। নীতীশ কুমার প্রকাশ্যে এখনও কিছু বলেননি। কিন্তু প্রাক্তন সভাপতি শরদ যাদব ক্ষোভ জানিয়ে বলেছেন, তাঁরা মহাজোট তৈরির যাবতীয় চেষ্টা চালালেও শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। আর উত্তরপ্রদেশে জেডিইউকে আসন না ছাড়ায় দলের নেতারা অখিলেশ যাদবকেই নিশানা করছেন।

Advertisement

তবে অখিলেশ শিবিরের দাবি, উত্তরপ্রদেশে নীতীশদের আসন না দেওয়ার পিছনে অনেক কারণ। রাজ্যে কুর্মি ভোটের সংখ্যা বেশি নয়। তুলনায় অনেক বেশি আসন দাবি করে জেডিইউ। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আসনের দাবি না তুলেই অখিলেশ-রাহুলের জোটকে সমর্থন করেছেন, নীতীশ সেই মনোভাব দেখাননি। বরং তিনি আসনের জন্য দরকষাকষি করতে চেয়েছেন।

নোট বাতিলের মতো বিষয় নিয়ে লালুপ্রসাদ সহ বিরোধী দলের নেতাদের সঙ্গে নীতীশের দুরত্ব সৃষ্টি হয়েছে। লালুর সঙ্গে যাদব পরিবারের আত্মীয়তাও রয়েছে। সেই পরিস্থিতিতে লালুকে চটিয়ে নীতীশকে খুশি করতে এগোননি অখিলেশ। বরং সমাজবাদী পার্টির নেতাদের ক্ষোভ, কিছু দিন আগে লখনউয়ে এসে কুর্মি সম্প্রদায়ের একটি সম্মেলন করেছিলেন নীতীশ। তখন অখিলেশের বিরুদ্ধে মুখ খোলেন তিনি। ফলে এই প্রেক্ষাপটে নীতীশের দলকে কোনও আসন দেওয়া হলে ভুল বার্তা যেত বলেই মনে করেছেন অখিলেশ।

Advertisement

তবে উত্তরপ্রদেশে মহাজোট না হলেও দলের রণনীতি ঠিক করতে পটনায় শরদ যাদব, কে সি ত্যাগী, পবন বর্মা, বশিষ্ঠনারায়ণ সিংহ, রামচন্দ্র প্রসাদ সিংহের সঙ্গে বৈঠক করেন নীতীশ। উত্তরপ্রদেশের রাষ্ট্রীয় লোকদলের সঙ্গে জোট নিয়েও আজ আলোচনা করেন তাঁরা। তবে সিদ্ধান্ত নিয়ে মুখ খোলেননি কেউই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন