Jefferies Report

মোদীর স্বপ্নপূরণ করে চার বছরেই ভারত হবে তৃতীয় বৃহত্তম অর্থনীতি, মূল্যায়ন আন্তর্জাতিক সংস্থার

গত বছর লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী মোদী দাবি করেছিলেন, ২০২৭-এর মধ্যেই তৃতীয় বৃহত্তম শক্তিতে পরিণত হবে ভারত। জেফ্রিসের রিপোর্টও তা সমর্থন করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৩৩
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

লোকসভা ভোটের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন সফল হওয়ার পূর্বাভাস দিল ব্যাঙ্কিং বিনিয়োগ সংস্থা জেফ্রিসের অর্থনীতি মূল্যায়নের রিপোর্ট। তাতে বলা হয়েছে, ২০২৭ সালের মধ্যে জাপান এবং জার্মানিকে টপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ভারত।

Advertisement

ওই রিপোর্টে বলা হয়েছে, ‘‘এক দশক আগে ভারতের অর্থনীতি ছিল বিশ্বের নবম বৃহত্তম। বর্তমানে তা তিন লক্ষ ৪০ হাজার কোটি ডলার ছুঁয়েছে। পৌঁছে গিয়েছে পঞ্চম স্থানে। আগামী চার বছরের মধ্যে পাঁচ লক্ষ কোটি ডলারের অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে ভারত। হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি।’’

গত বছর লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, ‘‘২০২৭-এর মধ্যেই জাপান এবং জার্মানিকে ছাড়িয়ে তৃতীয় বৃহত্তম শক্তিতে পরিণত হবে ভারত। আমাদের লক্ষ্য, ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষে পদর্পণের আগে ৩৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতি হয়ে ওঠা।’’ অর্থনীতি বিশেষজ্ঞদের একাংশের মতে, মোদীর দ্বিতীয় স্বপ্নটি পূরণের জন্য ধারাবাহিক ভাবে বার্ষিক ৯-১০ শতাংশ আর্থিক বৃদ্ধি প্রয়োজন।

Advertisement

যদিও বিশ্বের বর্তমান রাজনৈতিক এবং আর্থিক পরিস্থিতি তার অনুকূল নয় বলেই পূর্বাভাস দিয়েছে জেফ্রিস। তবে সেই সঙ্গেই রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের অধিকাংশ উন্নত এবং বৃহৎ অর্থনীতির দেশে বৃদ্ধির হার হ্রাস পেলেও ভারত অন্তত ছয় শতাংশ বৃদ্ধি বজায় রাখবে। রিপোর্টে বলা হয়েছে, ‘‘আমরা বিশ্বাস করি ২০৩০ সালের মধ্যে ভারতীয় অর্থনীতি ১০ লক্ষ কোটি ডলারে পৌঁছে যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন