প্রতিবাদ সরল আজাদ ময়দানে

জ়োন ওয়ানের ডিসিপি সংগ্রামসিংহ নিশান্দার বলেছেন, ‘‘ওখানে অসুবিধে হচ্ছে বলে আজাদ ময়দানে সরে যেতে বলেছিলাম প্রতিবাদীদের।”

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২০ ০৩:৪৩
Share:

গেটওয়ে অব ইন্ডিয়ার সামনে প্রতিবাদ। ছবি: পিটিআই।

রাস্তা বন্ধ। মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছে। অসুবিধেয় পর্যটকেরাও। জেএনইউয়ে হিংসার প্রতিবাদ জানাতে যাঁরা গেটওয়ে অব ইন্ডিয়ার কাছে বসেছিলেন, তাঁদের তাই আজ সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ। প্রথমে পুলিশ প্রতিবাদীদের কাছে আবেদন জানিয়েছিল, সরে যান। তাতে তাঁরা সাড়া দেননি বলে দাবি পুলিশের। শেষ পর্যন্ত গেটওয়ে অব ইন্ডিয়া থেকে তাঁদের সরিয়ে ছত্রপতি শিবাজী টার্মিনাসের কাছে আজাদ ময়দানে প্রতিবাদ জানাতে বলা হয়েছে।

Advertisement

জ়োন ওয়ানের ডিসিপি সংগ্রামসিংহ নিশান্দার বলেছেন, ‘‘ওখানে অসুবিধে হচ্ছে বলে আজাদ ময়দানে সরে যেতে বলেছিলাম প্রতিবাদীদের। কিন্তু বারবার অনুরোধ সত্ত্বেও কিছু গোষ্ঠী কথা শোনেনি। তাই আজাদ ময়দানে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।’’ মুম্বইয়ের চার্চগেট স্টেশনে আজ সন্ধেয় প্রতিবাদ জানান অনেকে। শান্তিপূর্ণ প্রতিবাদে মহিলারাই ছিলেন পুরোভাগে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র সমালোচনায় প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিলেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন