আমরা দেশদ্রোহী নই, ফের সরব কানহাইয়া

২৪ ঘণ্টাও কাটেনি বিশ্ববিদ্যালয় চত্বরে পোড় খাওয়া রাজনীতিকের মতো বক্তৃতা দিয়েছেন কানহাইয়া। প্রধানমন্ত্রীকে আক্রমণ থেকে শুরু করে আজাদির ডাক— বাদ যায়নি কিছুই। কয়েক দিন জেলে কাটানো ছাত্রনেতা যে কতটা বদলে গিয়েছেন, তার যে আভাস কাল মিলেছিল, এ দিন তার পূর্ণ রূপ দেখা গেল সাংবাদিক সম্মেলনে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৬ ১৭:২৬
Share:

বিশ্ববিদ্যালয় চত্বরে কানহাইয়া। ছবি: রয়টার্স।

২৪ ঘণ্টাও কাটেনি বিশ্ববিদ্যালয় চত্বরে পোড় খাওয়া রাজনীতিকের মতো বক্তৃতা দিয়েছেন কানহাইয়া। প্রধানমন্ত্রীকে আক্রমণ থেকে শুরু করে আজাদির ডাক— বাদ যায়নি কিছুই। কয়েক দিন জেলে কাটানো ছাত্রনেতা যে কতটা বদলে গিয়েছেন, তার যে আভাস কাল মিলেছিল, এ দিন তার পূর্ণ রূপ দেখা গেল সাংবাদিক সম্মেলনে।

Advertisement

শুক্রবার বিকালে সংবাদিকদের মুখোমুখি হয়ে কানহাইয়া বলেন, “আমি নেতা নই, সাধারণ এক জন ছাত্র। গত দশ দিনে আমি একেবারে বোকা বনে গেছি। ছাত্ররা যে আমার উপর এত ভরসা করেছে, সে জন্য আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ।” আফজল গুরু প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, “আফজল আমার আদর্শ নয়। আমার আদর্শ রোহিত ভেমুলা।” ছাত্রদের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, “আর যাই হোক, জেএনইউয়ের ছাত্ররা দেশদ্রোহী নয়। সরকার যদি ফেলোশিপ বন্ধ করে দেয়, সেটা ফের চালু করার লড়াই আমরা শুরু করব। দেশদ্রোহের অভিযোগে কাউকে গ্রেফতার করা হলে তাঁর পাশে দাঁড়াবে সমগ্র ছাত্রসমাজ।”

আরও পড়ুন:
মুক্তি পেয়েই আজাদির ডাক, মোদীর চিন্তা বাড়িয়ে নতুন তারকার উদয়

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement