লোয়া মামলায় কৌঁসুলির মন্তব্যে রুষ্ট সুপ্রিম কোর্ট

বিচারক ব্রিজগোপাল হরকিষণ লোয়ার মৃত্যু মামলায় এক বর্ষীয়ান আইনজীবীর মন্তব্যে তীব্র অসন্তোষ জানাল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট বিষয়টি নিয়ে এতটাই ক্ষুব্ধ যে, প্রধান বিচারপতি-সহ তিন বিচারপতির ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে দুষ্মন্ত দাভে নামে ওই আইনজীবীকে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১০ মার্চ ২০১৮ ০৩:২৮
Share:

বিচারক ব্রিজগোপাল হরকিষণ লোয়ার মৃত্যু মামলায় এক বর্ষীয়ান আইনজীবীর মন্তব্যে তীব্র অসন্তোষ জানাল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট বিষয়টি নিয়ে এতটাই ক্ষুব্ধ যে, প্রধান বিচারপতি-সহ তিন বিচারপতির ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে দুষ্মন্ত দাভে নামে ওই আইনজীবীকে।

Advertisement

সোহরাবুদ্দিন ভুয়ো সংঘর্ষ মামলার বিচারক লোয়ার অস্বাভাবিক মৃত্যু নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। কংগ্রেসের তরফে তেহসিন পুনেওয়ালা বিচারক লোয়ার মৃত্যুর স্বাধীন তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তাঁর হয়ে মামলা লড়ছেন দাভে। সেই মামলাই শুনছেন প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এ এম খানউইলকর। আজ সেই মামলার শুনানি চলাকালীন দাভে বিচারপতিদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ আনেন। তাঁর অভিযোগ, মামলায় মহারাষ্ট্র সরকারের আইনজীবী মুকুল রোহতাগিকে কোনও প্রশ্ন না করে বিচারপতিরা শুধুমাত্র বেছে বেছে তাঁকেই নানাবিধ প্রশ্নে জর্জরিত করছেন। যা শুনে সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিচারপতিদের নামে এই ধরনের কুৎসা কোনও আইনজীবী করতে পারেন না।

দাভেকে উদ্দেশ করে সুপ্রিম কোর্টের বেঞ্চের মন্তব্য, ‘‘আমাদের বিবেককে সন্তুষ্ট করার জন্য যা যা প্রশ্ন করার তা আমরা অবশ্যই করব। বিচার আমাদের হৃদয়ে। আর তার জন্য কোনও আইনজীবীর কাছ থেকে শংসাপত্রের দরকার নেই আমাদের।’’

Advertisement

লোয়া মামলা নিয়ে বিস্ফোরক অভিযোগ এনেছেন নাগপুরের এক আইনজীবী। অভিযান বরাহাতে নামে ওই কৌঁসুলি লোয়ার মৃত্যু নিয়ে কয়েক বছরে নানা তথ্য জোগাড় করছেন বলে দাবি করেছেন। তাঁর অভিযোগ, ৫-৬ মার্চ রাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের খুড়তুতো ভাই সঞ্জয় ফডণবীস ফোনে তাঁকে হুমকি দেন। অভিযানের অভিযোগ, সঞ্জয় তাঁকে বলেন, ‘‘তোমার বড় বড় কাজ নিয়ে অনেক কিছু জানি। ২০১৯-এ রাজ্যে আমাদের দলই ফিরবে। তখন পুলিশ ধরে নিয়ে তোমায় জেলে পুরলে কিছু বলতে এসো না।’’ নাগপুরের পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন অভিযান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন