শশিকলা মামলার বিচারপতি অবসরে

শশিকলাকে জেলে পাঠানোর নির্দেশ দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন এই বাঙালি বিচারপতি। আজ সুপ্রিম কোর্টের বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষের কর্মজীবনের শেষ দিনে সেই রায়েরই উল্লেখ করলেন প্রধান বিচারপতি জে এস খেহর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মে ২০১৭ ০৩:৩৪
Share:

পিনাকীচন্দ্র ঘোষ

শশিকলাকে জেলে পাঠানোর নির্দেশ দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন এই বাঙালি বিচারপতি। আজ সুপ্রিম কোর্টের বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষের কর্মজীবনের শেষ দিনে সেই রায়েরই উল্লেখ করলেন প্রধান বিচারপতি জে এস খেহর। তিনি বলেন, ‘‘জয়ললিতার আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলার রায়ের জন্য বিচারপতি ঘোষকে চিরদিন মনে রাখা হবে।’’

Advertisement

২০১৩-য় সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হন পিনাকীচন্দ্র ঘোষ। আগামী ২৭ মে তিনি অবসর নেবেন। কিন্তু বুধবার থেকেই সুপ্রিম কোর্টের গ্রীষ্মকালীন অবকাশ শুরু হচ্ছে বলে আজই ছিল তাঁর কর্মজীবনের শেষ দিন। সেই উপলক্ষেই তাঁর বিদায় সংবর্ধনার আয়োজন করেছিল বার অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সভাপতি আর এস সুরি মজা করে বলেন, ‘‘যদি মামলা শোনার সময় দেখা যেত, উনি হাসছেন, তা হলে নিশ্চিত হওয়া যেত যে উনি আর্জি খারিজ করে দেবেন।’’ সহ-সভাপতি এ কে সিংহ আবার মনে করিয়ে দিয়েছেন, পিনাকীবাবুর ছেলে আইনজীবী। কিন্তু উনি তাঁকে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতে দেননি। তাঁকে কলকাতা হাইকোর্টেই প্র্যাকটিস করতে হচ্ছে। পিনাকীবাবু বলেছেন, ‘‘সুপ্রিম কোর্টের বেঞ্চের অভিজ্ঞতা তাঁকে সমৃদ্ধ করেছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement