Tahawwur Rana

তিহাড়ে তাহাউর রানার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, চাইছেন পরিবারের সঙ্গে কথা বলতে, কী বলল কোর্ট

ভারতে আসার পর থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন রানা। তাঁর আইনজীবী এ বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। আবেদনের বিরোধিতা করেছে এনআইএ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৫ ১৫:০৩
Share:

২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানার স্বাস্থ্য নিয়ে আবার উদ্বেগ প্রকাশ করলেন তাঁর আইনজীবী। শুক্রবার ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে রানাকে দিল্লির পটীয়ালা আদালতে হাজির করানো হয়েছিল। তাঁর জেল হেফাজতের মেয়াদ আগামী ৯ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। রানার স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট দেখতে চেয়েছে আদালত। তিহাড় কর্তৃপক্ষকে ৯ জুনের মধ্যে মেডিক্যাল রিপোর্ট আদালতে জমা দিতে হবে।

Advertisement

ভারতে আসার পর থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন রানা। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে চাইছেন তিনি। তাঁর আইনজীবী এর আগেও এ বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। কিন্তু প্রথম থেকে এই আবেদনের বিরোধিতা করে আসছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। আগামী ৯ জুন রানার এই সংক্রান্ত আবেদনটিও বিবেচনা করে দেখা হবে, জানিয়েছে আদালত।

রানার পরিবারের সঙ্গে কথা বলার আবেদনের বিরোধিতা করে এনআইএ-র আইনজীবী এর আগে জানিয়েছিলেন, এই সংক্রান্ত তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। এই পরিস্থিতিতে কোনও আত্মীয়ের সঙ্গে কথা বলার সুযোগ পেলে রানা সংবেদনশীল তথ্য পাচার করে দিতে পারেন। তাতে তদন্তের ক্ষতি হবে। রানার আইনজীবী আদালতে জানান, তাঁর মক্কেল বিদেশি নাগরিক। তাঁর পরিবারের সদস্যেরা তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন। কিন্তু এখনও রানার আবেদন গ্রাহ্য হয়নি দিল্লির আদালতে।

Advertisement

৬৪ বছরের পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক রানা ২০০৮ সালে মুম্বই হামলার ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে অভিযোগ। ডেভিড হেডলির সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এত দিন আমেরিকার জেলে বন্দি ছিলেন তিনি। গত এপ্রিলে তাঁকে ভারতে নিয়ে আসা হয়েছে। প্রথমে কিছু দিন রানা এনআইএ হেফাজতে ছিলেন। তার পর তাঁকে তিহাড় জেলে স্থানান্তরিত করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement