নিয়োগ দ্বন্দ্বে কেজরী-জঙ্গ

দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন নিয়োগে উপ-রাজ্যপাল নজীব জঙ্গের সঙ্গে ফের কাজিয়ায় জড়ালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। দিন দু’য়েক আগে আম আপ নেতা নবীন জয়হিন্দের স্ত্রী স্বাতী মালিওয়ালকে মহিলা কমিশনের প্রধান হিসেবে নিয়োগ করেন কেজরীবাল।

Advertisement
শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৫ ০৩:০১
Share:

দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন নিয়োগে উপ-রাজ্যপাল নজীব জঙ্গের সঙ্গে ফের কাজিয়ায় জড়ালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। দিন দু’য়েক আগে আম আপ নেতা নবীন জয়হিন্দের স্ত্রী স্বাতী মালিওয়ালকে মহিলা কমিশনের প্রধান হিসেবে নিয়োগ করেন কেজরীবাল। তাতে আপত্তি করে জঙ্গ মুখ্যমন্ত্রীকে জানান, এই নিয়োগে উপ-রাজ্যপালের সম্মতি নিতে হয়। কিন্তু দিল্লি সরকার তা না করায় এই নিয়োগ বৈধ নয়। জঙ্গের ওই চিঠিকে গুরুত্ব না দিয়ে আপের দাবি, দিল্লি সরকার নিজ ক্ষমতায় এই নিয়োগ করতে পারে। উপ-রাজ্যপালের অনুমতির প্রয়োজন নেই। এর আগে দিল্লির অস্থায়ী মুখ্য সচিব নিয়োগ নিয়েও সংঘাতে জড়িয়ে পড়েছিল দু’পক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন