Bengaluru Incident

সিনেমাহলে মহিলাদের শৌচাগারে ভিডিয়ো তোলার অভিযোগ! হাতেনাতে ধরা পড়লেন কিশোর, পরে গ্রেফতার

সোমবার পুলিশ জানিয়েছে, সিনেমাহলের মহিলা শৌচাগারের ভিতরে ভিডিয়ো তোলার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ওই সিনেমাহলে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ২০:০০
Share:

মহিলাদের শৌচাগারের ভিতরের ভিডিয়ো তোলার ঘটনায় গ্রেফতার নাবালক। ছবি: এআই সহায়তায় প্রণীত।

মহিলাদের শৌচাগারে উঁকি। শুধু তা-ই নয়, মোবাইলে ভিডিয়ো তোলার অভিযোগ। সিনেমাহলে শৌচাগারে ভিতরের ভিডিয়ো তোলার ঘটনায় এক নাবালককে গ্রেফতার করা হয়েছে। সন্দেহের তালিকায় রয়েছে আরও এক কিশোর। তবে তাকে এখনই গ্রেফতার করা হয়নি। জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ মাডিওয়ালা থানায় একটি ফোন আসে। ফোনে জানানো হয়, স্থানীয় এক সিনেমাহলে মহিলাদের শৌচাগারে কিছু আপত্তিকর ঘটনা ঘটেছে। খবর পাওয়ামাত্র থানা থেকে খবর দেওয়া হয় টহলদারি পুলিশকে। তারা সিনেমাহলে যায় ঘটনা খতিয়ে দেখতে।

সোমবার পুলিশ জানিয়েছে, সিনেমাহলের মহিলা শৌচাগারের ভিতরে ভিডিয়ো তোলার অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ওই সিনেমাহলে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। জিজ্ঞাসাবাদ করে জানা যায়, এক কিশোর ওই কাণ্ড ঘটিয়েছে। তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে পুলিশ।

Advertisement

অভিযুক্ত কিশোরের সঙ্গে ঘটনার সময় আর কেউ ছিল কি না, তা-ও খতিয়ে দেখে পুলিশ। তার সঙ্গী আরও এক নাবালকও সঙ্গে ছিল! সেই সন্দেহে পুলিশ তাকে তদন্তের জন্য জেরা করছে। পাশাপাশি এই ঘটনার তদন্তে সিনেমাহল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement