মহিলাদের শৌচাগারের ভিতরের ভিডিয়ো তোলার ঘটনায় গ্রেফতার নাবালক। ছবি: এআই সহায়তায় প্রণীত।
মহিলাদের শৌচাগারে উঁকি। শুধু তা-ই নয়, মোবাইলে ভিডিয়ো তোলার অভিযোগ। সিনেমাহলে শৌচাগারে ভিতরের ভিডিয়ো তোলার ঘটনায় এক নাবালককে গ্রেফতার করা হয়েছে। সন্দেহের তালিকায় রয়েছে আরও এক কিশোর। তবে তাকে এখনই গ্রেফতার করা হয়নি। জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ মাডিওয়ালা থানায় একটি ফোন আসে। ফোনে জানানো হয়, স্থানীয় এক সিনেমাহলে মহিলাদের শৌচাগারে কিছু আপত্তিকর ঘটনা ঘটেছে। খবর পাওয়ামাত্র থানা থেকে খবর দেওয়া হয় টহলদারি পুলিশকে। তারা সিনেমাহলে যায় ঘটনা খতিয়ে দেখতে।
সোমবার পুলিশ জানিয়েছে, সিনেমাহলের মহিলা শৌচাগারের ভিতরে ভিডিয়ো তোলার অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ওই সিনেমাহলে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। জিজ্ঞাসাবাদ করে জানা যায়, এক কিশোর ওই কাণ্ড ঘটিয়েছে। তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে পুলিশ।
অভিযুক্ত কিশোরের সঙ্গে ঘটনার সময় আর কেউ ছিল কি না, তা-ও খতিয়ে দেখে পুলিশ। তার সঙ্গী আরও এক নাবালকও সঙ্গে ছিল! সেই সন্দেহে পুলিশ তাকে তদন্তের জন্য জেরা করছে। পাশাপাশি এই ঘটনার তদন্তে সিনেমাহল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।