Jyoti Malhotra

পাকিস্তানে জ্যোতির সঙ্গে একে ৪৭ হাতে ঘুরেছিলেন ‘রক্ষীরা’! ইউটিউব ভিডিয়ো খতিয়ে দেখছে পুলিশ

পাকিস্তানে জ্যোতির সঙ্গে দেখা হয়েছিল স্কটল্যান্ডের এক ইউটিউবারের। তিনি নিজের ভিডিয়োয় প্রশ্ন তুলেছিলেন, কেন নিজের সঙ্গে বন্দুকধারীদের রেখেছেন জ্যোতি, যেখানে তাঁর সঙ্গে কোনও রক্ষী নেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ১৩:৫৮
Share:

লাহৌরের বাজারে জ্যোতি মলহোত্রা। সঙ্গে সশস্ত্র ‘রক্ষী’রা। ছবি: সংগৃহীত।

পাকিস্তানের লাহৌরে আনারকলি বাজারে যখন ঘুরে বেড়াচ্ছিলেন জ্যোতি মলহোত্রা, তখন তাঁর সঙ্গে ছিলেন অন্তত ছ’জন। তাঁদের হাতে ছিল একে ৪৭। ওই ছ’জনের গায়ে সেনা বা পুলিশের উর্দি ছিল না। সে সময় জ্যোতির সঙ্গে দেখা হয়েছিল স্কটল্যান্ডের এক ইউটিউবারের। তিনি প্রশ্ন তুলেছিলেন, কেন ওই বন্দুকধারীদের সঙ্গে রাখার প্রয়োজন হয়েছিল জ্যোতির, যেখানে তাঁর সঙ্গে কোনও রক্ষী ছিলেন না। ওই সশস্ত্র ব্যক্তিরা রক্ষী ছিলেন, না কি অন্য কেউ, সেই প্রশ্নও রয়েছে। সূত্রের খবর, এই প্রশ্নগুলি ভাবাচ্ছে হরিয়ানা পুলিশকেও। পাকিস্তানি চরদের তথ্য পাচারের অভিযোগে জ্যোতিকে গ্রেফতার করেছে তারা।

Advertisement

কাল্লাম মিল নামে স্কটল্যান্ডের ওই ইউটিউবার গত মার্চে পাকিস্তানে গিয়েছিলেন। তাঁর চ্যানেলের নাম ‘কাল্লাম অ্যাব্রড’। লাহৌরের আনারকলি বাজারে গিয়ে ভিডিয়ো শুট করছিলেন তিনি। তাঁর তোলা সেই ভিডিয়োয় দেখা যায়, একে ৪৭ হাতে কয়েক জন বাজারে ঘুরছেন। সেই ব্যক্তিদের গায়ে যে জ্যাকেট ছিল, তাতে লেখা ‘ভয় নেই’। তার পরেই ভিডিয়োয় দেখা যায় জ্যোতিকে। তিনিও সে সময় ভিডিয়োই তুলছিলেন। দু’জনের পরিচয় হয়। জ্যোতি কাল্লামকে জিজ্ঞেস করেন, তিনি কি প্রথম বার পাকিস্তানে এসেছেন? কাল্লাম জবাবে জানান, এই নিয়ে তাঁর পঞ্চম পাক সফর। এর পরে পাকিস্তানের আতিথেয়তা কেমন লাগছে, তা নিয়ে কাল্লাম প্রশ্ন করেন জ্যোতিকে। তিনি জানান, দারুণ।

এর পরে জ্যোতি বাজারে হাঁটতে হাঁটতে এগিয়ে যান। তখনই কাল্লাম বুঝতে পারেন, ওই সশস্ত্র ব্যক্তিরা জ্যোতির সঙ্গে রয়েছেন। তখন কাল্লামকে বলতে শোনা যায়, ‘‘ওই রক্ষীদের সঙ্গে ইনিই ছিলেন। কী জানি কেন, এত বন্দুকের দরকার হয়ে পড়ল! ওই মহিলাকে ঘিরে কত বন্দুক, এক বার দেখুন। ছয় জন বন্দুকধারী রয়েছেন তাঁকে ঘিরে।’’ ওই ইউটিউবারের ভিডিয়োয় জ্যোতির সঙ্গে আরও কয়েক জনকে দেখা গিয়েছে। তাঁদের পরিচয় নিয়ে ধন্দ তৈরি হয়েছে। সূত্রের খবর, ওই ইউটিউবারের মতোই তদন্তকারীদের মনেও প্রশ্ন, পাকিস্তান সফরে কেন বন্দুকধারী ‘রক্ষী’র প্রয়োজন হয়েছিল জ্যোতির?

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির। নয়াদিল্লিতে পাকিস্তানি আধিকারিক দানিশের সঙ্গে তাঁর ‘ঘনিষ্ঠতা’ ছিল বলে অভিযোগ। দানিশকে আগেই ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে ভারত। অভিযোগ, দানিশের মাধ্যমে পাকিস্তানের আরও আধিকারিক, এমনকি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ হয়েছিল জ্যোতির। তিনি পাক চরদের কী তথ্য দিয়েছেন, তা এখন খতিয়ে দেখছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement