National News

‘কাচ্চা খিলাড়ি’, ব্যাট দিয়ে পেটানো-কাণ্ডে ছেলের পাশে দাঁড়িয়ে বললেন কৈলাস

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে আকাশকে ‘কাচ্চা খিলাড়ি’ বলে উল্লেখ করেন।

Advertisement

সংবাদ সংস্থা

ইনদওর শেষ আপডেট: ০১ জুলাই ২০১৯ ১৪:৫৯
Share:

আকাশ ও কৈলাস বিজয়বর্গীয়। —ফাইল চিত্র

ক্রিকেট ব্যাট দিয়ে পুর আধিকারিককে পিটিয়ে গ্রেফতার হয়েছিলেন। জামিনে ছাড়াও পাওয়ার পর সমর্থকরা তো বটেই কৈলাস বিজয়বর্গীয় নিজেও ছেলে আকাশ বিজয়বর্গীয়কে ইনদওরের জেলের বাইরে অভ্যর্থনা জানাতে গিয়েছিলেন। বিজেপি কর্মী-সমর্থকরা মালা পরিয়ে বিজয়োল্লাস করলেও কৈলাস তাঁদের বারণ করেননি। এ বার সরাসরি ছেলের পাশে দাঁড়িয়ে বললেন, ‘বাচ্চা ছেলে’র কাজ। একই সঙ্গে ঘটনাকে লঘু করে দেখানোর সর্বাত্মক চেষ্টা করতেও দেখা গেল বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা এ রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়কে।

Advertisement

উচ্ছেদ অভিযান ঘিরে বিবাদের জেরে এক পুর আধিকারিককে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়েছিলেন ইনদওর-৩ কেন্দ্রের বিজেপি বিধায়ক আকাশ। গত শুক্রবারের ওই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর ওই দিনই পুলিশ তাঁকে গ্রেফতার করে। এর পর শনিবার তাঁর জামিন মঞ্জুর করে আদালত। রবিবার জেল থেকে ছাড়া পান আকাশ। রবিবার সকালে জেলের বাইরে বিজেপি কর্মীদের সঙ্গেই হাজির ছিলেন আকাশের বাবা কৈলাসও। তাঁর সামনেই আকাশকে মালা পরিয়ে চলে স্লোগান-মিছিল-নাচ। এর পর ইনদওরে বিজেপি পার্টি অফিসের সামনে শূন্যে গুলি ছুড়ে উল্লাস করেন বিজেপি সমর্থকরা।

তার এক দিন পরেই ছেলের কীর্তিকে কার্যত প্রশ্রয় দিয়েছেন বাবা কৈলাস।একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে আকাশকে ‘কাচ্চা খিলাড়ি’ বলে উল্লেখ করেন। কৈলাস বলেন, ‘‘আমি মনে করি, উভয় পক্ষই গোটা বিষয়টিকে ঠিক ভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি। আকাশ এবং পুর কমিশনার দু’জনেই শিক্ষানবীশ খেলোয়াড়।’’ অর্থাৎ ছেলের সঙ্গেই কাঠগড়ায় তুলেছেন পুর আধিকারিককেও।

Advertisement

আরও পড়ুন: প্রিয়ঙ্কা শর্মা-কাণ্ডে ফের ধাক্কা রাজ্য সরকারের, আদালত অবমাননার নোটিস ধরাল সুপ্রিম কোর্ট

আরও পড়ুন: ১৪ হাজার কোটির ব্যাঙ্ক দুর্নীতিতে ইডি-র জেরার মুখে অভিনেতা ডিনো মোরিয়া

কৈলাস বিজয়বর্গীয় এ দিন বলেছেন, ‘‘এটা এমন কোনও বড় ঘটনা নয়।’’ যত বড় ঘটনা নয়, মিডিয়া তার চেয়ে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়েছে বলে তাঁর অভিযোগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন