Kailash Vijayvargiya

টিমওয়র্কে এগোচ্ছে দল: বিজয়বর্গীয়

দিলীপবাবুর ওই মন্তব্যের প্রেক্ষিতে কৈলাস এ দিন বলেন, ‘‘দিলীপদা আমাদের টিমের অধিনায়ক ঠিকই। কিন্তু পশ্চিমবঙ্গে দল টিমওয়র্কের জোরে এগোচ্ছে। টিম ওয়ার্কের জোরেই জিতবে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২০ ০৫:২২
Share:

ছবি সংগৃহীত

পশ্চিমবঙ্গে বিজেপি ‘টিম ওয়র্কের জোরে’ এগোচ্ছে বলে মঙ্গলবার মন্তব্য করলেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সোমবার বলেছিলেন, ‘‘বাংলার পরিবর্তন দিলীপ ঘোষ একা করতে পারবে। কারও যদি আত্মবিশ্বাস, বিশ্বাস না থাকে, বাড়িতে বসে থাকুক। আমাদের মুখ্যমন্ত্রী হলে ওরা যেন মিষ্টি খেতে আসে।’’

Advertisement

দিলীপবাবুর ওই মন্তব্যের প্রেক্ষিতে কৈলাস এ দিন বলেন, ‘‘দিলীপদা আমাদের টিমের অধিনায়ক ঠিকই। কিন্তু পশ্চিমবঙ্গে দল টিমওয়র্কের জোরে এগোচ্ছে। টিম ওয়ার্কের জোরেই জিতবে।’’

বিজেপি সূত্রের খবর, দিলীপবাবুর ওই মন্তব্য নিয়ে দলের কেউ প্রকাশ্যে সমালোচনা না করলেও অন্দরে বিতর্ক থেমে নেই। দলের একাংশ ঘরোয়া আলোচনায় প্রশ্ন তুলছে, রাজ্য সভাপতি এবং আরএসএসের প্রাক্তন প্রচারকের মুখে এই ধরনের কথা কি মানায়? দিলীপবাবুকেই সব ভার দিয়ে বাকি নেতারা যদি সত্যিই ঘরে বসে থাকেন, তা হলে আগামী বিধানসভা ভোটে বিজেপি অভিপ্রেত ফল করতে পারবে কি না, তা নিয়েও চর্চা হচ্ছে দলের অন্দরে।

Advertisement

সূত্রের খবর, দিলীপবাবুর সাংগঠনিক অবস্থান বদলের মতো কোনও ইঙ্গিত না মিললেও দলের শীর্ষ নেতৃত্ব তাঁকে সকলের সঙ্গে মানিয়ে চলার পরামর্শ দিয়েছেন। যাঁরা দিলীপ বিরোধী বলে পরিচিত, তাঁদেরও বলে দেওয়া হয়েছে, বর্তমান রাজ্য নেতৃত্বের সঙ্গে মিলে-মিশে সকলে ভোট জেতার লক্ষ্যে কাজ করবেন, দল এটাই চায়। কৈলাসের এ দিনের মন্তব্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ওই মনোভাবের সঙ্গেই সঙ্গতিপূর্ণ বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা। কৈলাস অবশ্য এ দিন আরও দাবি করেন, ‘‘দিলীপবাবুর কথায় বিতর্কের কোনও উপাদানই নেই। সবই সংবাদমাধ্যমের গল্প।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement