Chennai

‘নোটবন্দি নিয়ে মোদী ক্ষমা চাইলে, আমার সেলাম জানাব’

মাসদুয়েক আগে কমল নিজের রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি জানিয়েছিলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় দুর্নীতিকে বিদায় জানাতে তাঁর দল কাজ করবে।

Advertisement

সংবাদ সংস্থা

চেন্নাই শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৭ ১৪:৫৯
Share:

কমল হাসন।—ফাইল চিত্র।

নোটবন্দি সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘সেলাম’ জানিয়েছিলেন সেই সময়। তার পরে মেরিনা সৈকতে বহু ঢেউ আছড়ে পড়েছে। নিজের রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্তের কথাও ঘোষণা করেছেন কমল হাসন। তাৎপর্যপূর্ণ ভাবে, মোদীকে ‘সেলাম’ করার জন্য এ বার ক্ষমাও চাইলেন তিনি।

Advertisement

সম্প্রতি একটি তামিল পত্রিকায় কমল একটি কলম লিখেছেন। সেখানে কমল বলেছেন, ‘‘প্রধানমন্ত্রী যদি তাঁর ভুল স্বীকার করে নেন, তবেই তাঁর প্রতি আমার সেলাম থাকবে।’’ নোটবন্দি ইস্যুতে আগের বয়ান বদল করে কমল লিখেছেন, ‘‘ভুল মেনে নেওয়া এবং তা শুধরে নেওয়া রাষ্ট্রনায়কচিত কাজ।’’

গত বছরের নভেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ জুড়ে ৫০০ এব‌ং ১ হাজারের নোট বাতিলের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন। সেই সময় কমল টুইট করেছিলেন, ‘‘সেলাম মোদীজি। সমস্ত রাজনৈতিক মতবাদের ঊর্ধ্বে উঠে এই সিদ্ধান্তকে উদ্‌যাপন করা উচিত।’’

Advertisement

আরও খবর
তালিবান হানার মধ্যেই কাবুলে দৌত্য ডোভালের

মাসদুয়েক আগে কমল নিজের রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি জানিয়েছিলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় দুর্নীতিকে বিদায় জানাতে তাঁর দল কাজ করবে। এর পর থেকে তিনি এ বিষয়ে একের পর মন্তব্য করেছেন। সে সব মন্তব্যে বিজেপিকে একহাত নিতেও দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, ‘‘আমার রং গেরুয়া নয়।’’

এ সবের পরেই নোটবন্দি ইস্যুতে তাঁর এই বয়ান বদল ভীষণই তাৎপর্যপূর্ণ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন